সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতায় এলে বিহারের প্রতিটি পরিবারের একজন করে সরকারি চাকরি। ভোটের মুখে বড়সড় ঘোষণা করেছেন মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। সেই প্রতিশ্রুতি নিয়ে তেজস্বীকে ইতিমধ্যেই বিঁধতে শুরু করেছেন নীতীশ কুমার-নরেন্দ্র মোদিরা। তাঁদের প্রশ্ন, এত চাকরি দেওয়ার টাকাটা কোথা থেকে আসবে। সেই সুরে সুর মিলিয়ে এবার এআইএমআইএম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসিও বিঁধলেন আরজেডি নেতাকে। তেজস্বীর উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘টাকা কি গাছে ধরে?’
ইতিমধ্যেই বিহার নির্বাচনের ইস্তেহার প্রকাশ করেছে মহাজোট। সেই ‘সংকল্প পত্র ২০২৫’-এর স্লোগান ‘সম্পূর্ণ বিহার কা সম্পূর্ণ পরিবর্তন, তেজস্বী প্রতিজ্ঞা, তেজস্বী প্রাণ। ভোট-আশ্বাসের মধ্যে শীর্ষে অবশ্যই চাকরি। মহাগটবন্ধনের দাবি, তারা ক্ষমতায় এলে, ২০ দিনের মধ্যেই নতুন আইন আনবে। সেই চাকরি বণ্টন শুরু হবে ক্ষমতায় আসার ২০ মাসের মধ্যে। অন্য বিরোধীদের মতো ওয়েইসিরও প্রশ্ন, এত চাকরির জন্য টাকাটা কোথা থেকে আসবে? হায়দরাবাদের সাংসদ বলছেন, “বিহারের সব পরিবারকে চাকরি দিতে হলে অন্তত ৮ লক্ষ কোটি টাকার বাজেটের প্রয়োজন। অথচ বিহারের মোট বাজেট মাত্র ২ লক্ষ কোটি টাকা। বাকি টাকাটা আসবে কোথা থেকে? টাকা কি গাছে ধরে?”
ওয়েইসির প্রশ্ন যে অমূলক নয়, সেটা তেজস্বী নিজেও জানেন। এত চাকরির জন্য অর্থের সংস্থান কোত্থেকে হবে, সে প্রশ্নের সদুত্তর তিনিও দিতে পারেননি। শুধু বলে গিয়েছেন, “আমি যদি মাত্র ২০ মাস উপমুখ্যমন্ত্রী থেকে ৫ লক্ষ চাকরি দিতে পারি, তাহলে বিহারের সব পরিবারকেও চাকরি দিতে পারব।” টাকা কোথা থেকে আসবে? তেজস্বীর জবাব, শীঘ্রই এ নিয়ে পুরো ব্লু প্রিন্ট তিনি প্রকাশ করবেন।
তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, তেজস্বী যাদবকে যে সুরে ওয়েইসি আক্রমণ করছেন, সেই একর রকম চড়া সুর বিজেপির বিরুদ্ধে শোনা যাচ্ছে না। সেটা নিয়ে প্রশ্ন তুলছেন মহাজোটের নেতারা। আসলে ওয়েইসির দল বিহারে লড়ছে মূলত মুসলিম ভোটকে টার্গেট করে। সেক্ষেত্রে তাঁদের মূল প্রতিপক্ষ মহাজোট। সেকারণেই সম্ভবত তেজস্বীকে নিয়ে চড়া সুর মিম নেতার।