• জগদ্ধাত্রী পুজোয় চন্দননগর যাচ্ছেন? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস
    প্রতিদিন | ৩০ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ জগদ্ধাত্রী পুজো। আলোর মালায় সেজে উঠেছে চন্দননগর। বছরের অন্তত এই একটি দিন উৎসবপ্রেমী মানুষজনের ইচ্ছা থাকে, জগদ্ধাত্রীর জন্য বিখ্যাত চন্দননগরের পুজো দর্শন করার। যদি সেই পরিকল্পনাই থাকে, তাহলে আবহাওয়ার পূর্বাভাসে একবার চোখ বোলাতে হবে। হাওয়া অফিস কিন্তু খুব একটা সুখবর দিচ্ছে না। জগদ্ধাত্রী পুজো এবং ভাসান, দু’দিনই বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানাচ্ছেন আবহবিদরা। উপকূলবর্তী জেলা ছাড়াও পশ্চিমাঞ্চল ও উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে আগামী ২ দিন। কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

    মঙ্গলবারই অন্ধ্র উপকূলে আছড়ে পড়া ঘূর্ণিঝড় ‘মন্থা’র পরোক্ষ প্রভাব পড়েছে বাংলায়। একাধিক জেলা ভিজেছে বৃষ্টিতে। এমনকী ঝড়বৃষ্টির দাপটে চন্দননগরের সবচেয়ে বড় মূর্তিও ভূপতিত হয়ে গিয়েছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় রোদ ঝলমলে আবহাওয়া। কিন্তু তা কতক্ষণ স্থায়ী হবে, সেই প্রশ্ন থাকছেই। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বৃহস্পতি, শুক্রবারও জেলায় জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে। রবিবার থেকে আবার আবহাওয়ার উন্নতি।

    বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় বৃহস্পতিবার পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকছে। আজ তুমুল বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস কলকাতা ও সংলগ্ন শহরতলিগুলিতে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। হাওয়া অফিস সূত্রে খবর, ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। শুক্রবার সবকটি জেলাতেই ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টির পূর্বাভাস।

    আজ সকালে কলকাতায় রোদ ঝলমলে আকাশ। তবে পরে আকাশ আংশিক মেঘলা হতে পারে।  শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেন্টিগ্রেড। বুধবারের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৯০ থেকে ৯৭ শতাংশ।
  • Link to this news (প্রতিদিন)