এই সময়, উলুবেড়িয়া: আমেরিকার নিউইয়র্ক শহরে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ সাজদা আহমেদ। মঙ্গলবার সেই অধিবেশনে ‘আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ’ বিষয়ে ভারতের হয়ে বক্তব্য রাখেন তিনি। তাঁর সেই ভাষণের ভিডিয়ো ক্লিপিংস ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেটাকে হাতিয়ার করে জোরদার প্রচার চালাচ্ছেন তাঁর অনুগামীরা। যদিও তা নিয়ে পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন বিরোধীরা। তাঁদের বক্তব্য, সাজদা আহমেদ উলুবেড়িয়া থেকে থেকে সাংসদ নির্বাচিত হলেও এলাকার সমস্যা নিয়ে লোকসভার অধিবেশনে তাঁকে ততটা সরব হতে দেখা যায় না। ভোটের সময় বাদ বছরের বাকি সময় এলাকায় তাঁর উপস্থিতি খুব একটা চোখে পড়ে না। অথচ, রাষ্ট্রপুঞ্জের মঞ্চে তাঁর বক্তব্যকে তুলে ধরে ফলাও করে প্রচার করছে শাসক দল।
হাওড়া গ্রামীণ জেলার কংগ্রেস নেতা আতিয়ার রহমান এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন, ‘উলুবেড়িয়া এলাকার সমস্যার কথা লোকসভায় বলতে না পারলেও, দেশের জন্য রাষ্ট্রপুঞ্জে চলে গিয়েছেন। উনি ওনার নির্বাচন কেন্দ্রের সমস্যা নিয়ে লোকসভায় কথা বলতে পারেন না। এলাকার মানুষ নানা সমস্যায় জর্জরিত। পরিযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা করতে পারেননি। টোটোর অত্যাচারে মানুষ রাস্তায় যাতায়াত করতে পারছে না। সরকারি জমি বেদখল হয়ে যাচ্ছে। নদীর ভাঙন ঠেকাতে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উন্নয়নের জন্য বরাদ্দ লুট হয়ে যাচ্ছে।’ সেই সঙ্গে আতিয়ারের দাবি, ‘ভোটে জেতার পরে সাজদা আহমেদকে শেষ কবে এলাকায় দেখা গিয়েছে, কেউ মনে করতে পারবেন না। উনি সারা বছর হয় কলকাতা, নয় দিল্লিতে বসে থাকেন। বিভিন্ন দরকারে সাংসদের সঙ্গে দেখা করার জন্য কলকাতায় ছুটতে হয়। অথচ, উনি রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ভাষণ দেওয়ার জন্য বিদেশ চলে গিয়েছেন।’
এ বিষয়ে জেলা তৃণমূল নেতা শ্রীধর মণ্ডল বলেন, ‘সাংসদকে আমরা যখনই যে অনুষ্ঠানে ডাকি, উনি ঠিক এসে হাজির হন। সাংসদ হিসেবে উনি এলাকার অনেক উন্নয়নের কাজ করেছেন। রাষ্ট্রপুঞ্জে উনি যখন ভাষণ দিচ্ছিলেন, তার লাইভ অনুষ্ঠান দেখেছি। অসাধারণ বক্তব্য রেখেছেন। এরকম একজন মহিলাকে সাংসদ হিসেবে পেয়ে আমরা গর্বিত। কংগ্রেস নেতারা কী বলল, তাতে কারও কিছু যায় আসে না। ওঁদের পিছনে মানুষের কোনও সমর্থন নেই।’
উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হোসেন কাজি বলেন, ‘আমাদের সাংসদ প্রতি শনিবার উলুবেড়িয়ায় নিজের অফিসে বসেন। একটা সময় উলুবেড়িয়ার মানুষকে পাসপোর্ট করতে হলে কলকাতায় যেতে হতো। উনি লোকসভায় সেই সমস্যার কথা তুলে ধরার পরে উলুবেড়িয়ায় পাসপোর্ট অফিস হয়েছে।’
নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলে সাজদা আহমেদ ছাড়াও মোট ১৫ জন সংসদ সদস্য রয়েছেন। তাতে বিজেপি–সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা রয়েছেন। দলের নেতৃত্বে রয়েছেন বিজেপি সাংসদ পিপি চৌধুরী। এই উপলক্ষে ৮–১৪ অক্টোবর পর্যন্ত তাঁরা নিউ ইয়র্কে থাকবেন।