• আরজি কর নিয়ে ছবি তৈরিতে আপত্তি নির্যাতিতার মা-বাবার
    এই সময় | ৩০ অক্টোবর ২০২৫
  • এই সময়: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মর্মান্তিক পরিণতি নিয়ে একটি সিনেমা তৈরির পরিকল্পনা করা হয়েছে। কিন্তু একদিকে মৃতা তরুণীর বাবা-মায়ের আপত্তি আর অন্যদিকে প্রসার ভারতীর দোলাচলের কারণে ছবিটি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

    আপাতত ছবির নাম রাখা হয়েছে ‘তিলোত্তমা’। কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ প্রসার ভারতী ছবিটি সম্প্রচারের দায়িত্ব নেয়। কিন্তু সেই প্রস্তাব বর্তমানে বিবেচনাধীন বলে জানিয়েছেন সংস্থার প্রধান কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী।

    এর মধ্যেই ছবিটি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে মৃতার পরিবার। মৃতার বাবার বক্তব্য, ‘এই সিনেমা নিয়ে আমাদের বিন্দুমাত্র আগ্রহ নেই। এটা আমাদের মামলায় কোনও সাহায্যই করবে না। আমরা বিচার চাই। পরিচালক তাঁর নিজের সুবিধের জন্য এটি বানাচ্ছেন। তাঁরা বারবার ফোন করে আমাদের বিরক্ত করছেন। এই চলচ্চিত্রের সঙ্গে আমরা কোনও সম্পর্ক রাখতে চাই না।’

    ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন জাতীয় পুরস্কার জয়ী পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ‘তিলোত্তমা’ ছবিটি মৃতার মায়ের দৃষ্টিকোণ থেকে বলা হবে এবং মূল চরিত্রে অভিনয় করবেন বিজেপির প্রাক্তন রাজ্যসভা সাংসদ তথা অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। উজ্জ্বল আরও জানান, তিনি মৃতার আসল নাম ব্যবহারের জন্য পরিবারের অনুমতি চেয়েছেন। তাঁর মন্তব্য, ‘অনুমতি না পেলেও আমরা সিনেমাটি তৈরি করব। সে ক্ষেত্রে অন্য নাম ব্যবহার করা হবে।’ তাঁর দাবি, প্রসার ভারতীর আধিকারিকেরাই তাঁকে ছবিটি বানাতে উৎসাহ দিয়েছেন। যার মধ্যে চেয়ারম্যান নবনীত সেহগলের নামও তিনি উল্লেখ করেছেন। যদিও সেহগল এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। পরিচালকের দাবি, পশ্চিমবঙ্গ বিজেপির কিছু নেতা ছবিটির পিছনে রয়েছেন। এ ক্ষেত্রে অগ্নিমিত্রা পলের বিশেষ উল্লেখ করেছেন উজ্জ্বল। যদিও রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের দাবি, ‘এই ছবিটি তৈরির সঙ্গে বিজেপির কোনও যোগাযোগ নেই।’

    তবে মৃতার পরিবারের সঙ্গে তাঁর ব্যক্তিগত যোগাযোগের কথা স্বীকার করে অগ্নিমিত্রা বলেছেন, ‘আমি প্রথম থেকেই বাবা-মায়ের সঙ্গে আছি। আমরা তাঁদের বোঝানোর চেষ্টা করছি। যদিও তাঁদের আইনজীবী এখনই ছবিটি তৈরি হোক, সেটা চাইছেন না। বাবা-মা রাজি না হলে আমরা এগোতে পারব না।’ অগ্নিমিত্রা জানিয়েছেন, বাংলায় এই ছবির শুটিং হলে সমস্যা হতে পারে, এ কথা ভেবে পরিচালক দিল্লিতে শুট করার প্ল্যান করেছেন।

    পরিচালকের পরিকল্পনা অনুযায়ী, শুটিং আগামী ডিসেম্বরে শুরু হয়ে ২০২৬–এর জানুয়ারির মধ্যে শেষ হবে। তাঁর লক্ষ্য, ২০২৬–এ মার্চে ছবিটির মুক্তি। ঘটনাচক্রে তার ঠিক পরপরই রাজ্যে বিধানসভা ভোট।

  • Link to this news (এই সময়)