মুম্বইয়ে ভয়ানক ঘটনা। পাওয়াই (Powai)-তে একটি স্টুডিয়োতে ১৫-২০ জন শিশুকে বন্দি করে রাখার খবর সামনে এসেছে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে।
সংবাদমাধ্যম সূত্রের খবর, মুম্বইয়ে আরও স্টুডিয়োতে ওই শিশুদের আটকে রাখা হয়েছে। সেখানেই একটি অভিনয় শিক্ষা কেন্দ্র রয়েছে। অভিনয়ের ক্লাসে যাওয়া শিশুদেরই আটকে রাখা হয়েছে বলে খবর এসেছে।
গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কী কারণে এবং কারা শিশুদের আটকে রেখেছে তার খোঁজ চলছে।
দ্রুত অ্যাকশনে নামে পুলিশ। পুলিশ সূত্রের খবর, বন্দি করা সব শিশুকেই মুক্ত করা সম্ভব হয়েছে। ওই ঘটনায় রোহিত নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, ওই অ্যাক্টিং স্কুলেই কাজ করতেন রোহিত। এ দিন প্রায় ১০০ জন শিশু অডিশনের জন্য ওই অ্যাক্টিং স্কুলে গিয়েছিল। বাকি সবাইকে ছেড়ে দিয়ে ১৫-২০ জনকে আটকে রেখেছিল রোহিত। ওই বিল্ডিংয়ে দোতলায় আটকে রাখা হয়েছিল শিশুদের।