• একই বুথের তালিকায় নাম নেই ৬৩০ জন ভোটারের
    এই সময় | ৩০ অক্টোবর ২০২৫
  • এই সময়, কোচবিহার: অনলাইনে ভোটার তালিকা দেখে চড়কগাছ হয়ে গিয়েছে কোচবিহারের এক গ্রামের বাসিন্দাদের। সেখানে সংশ্লিষ্ট একটি চক্ষু বুথের ৬৩০ জনের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন তাঁরা। পুরোদস্তুর 'সার' এর কাজ শুরু হলে কী হবে, সেই চিন্তায় রাতের ঘুম উড়েছে তাঁদের। এই সমস্যার সমাধানের জন্য বুধবার কোচবিহার জেলাশাসকের দ্বারস্থ হন গ্রামবাসীরা। এই খবর ছড়িয়ে পড়তে অন্য এলাকাতেও আতঙ্ক তৈরি হয়েছে।

    কোচবিহার-২ ব্লকের খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার একটি বুথে এই ঘটনাটি ঘটেছে। আগে এই এলাকাটি নাটাবাড়ি বিধানসভার অধীনে থাকলেও বর্তমানে তা অন্তর্গত। ২০০২-এর ভোটার তালিকায় এই পার্টে ৭৭০ জনের নাম ছিল। পরবর্তীতে আরও কিছু নাম সংযোজন হয়। লোকসভা, বিধানসভা নির্বাচনে ওই পার্টের সকলেই ভোট দিয়ে এসেছেন। কোনও সমস্যা হয়নি। এরই মধ্যে 'সার' নিয়ে তোড়জেড় শুরু হওয়ায় ওই বুথের কয়েকজন কৌতূহলী হয়ে ভোটার তালিকায় চোখ রাখেন। দেখা যায়, ১৩০ জনের নাম থাকলেও ৬৪০ জনের নাম নেই। গোটা বুথে খবরটি ছড়িয়ে পড়তে সময় লাগেনি। দেরি না করে বাসিন্দারা বুধবার জেলাশাসকের দপ্তরে ছোটেন। ডিএমকে পাওয়া না গেলেও অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) এর সঙ্গে দেখা করে বিষয়টি তুলে ধরেন।

    এ দিন জেলাশাসকের দপ্তরে আসা খগেন রায়, তাপস বিশ্বাস বলেন, 'ঠাকুরদা, বাবা সকলেই ভোট দিয়েছেন। আমরাও দীর্ঘদিন ধরে ভোট দিয়েছি। আচমকা এখন দেখছি ভোটার তালিকায় আমাদের নেই। প্রচণ্ড আতঙ্কে রয়েছি। তাই সবাই মিলে জেলাশাসকের দপ্তরে এসেছি।' এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক শুভঙ্কর দে বলেন, 'আমরা সকলেই চিন্তিত এবং উদ্বিগ্ন। প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছে।' বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, 'যাঁরা এ দেশের প্রকৃত নাগরিক এবং ভোটার, তাঁদের কারও নামই বাদ যাবে না।'

  • Link to this news (এই সময়)