আজকাল ওয়েবডেস্ক: উত্তর ২৪ পরগনার পর বীরভূম। রাজ্যে ফের 'এসআইআর' আতঙ্কে মৃত্যুর অভিযোগ। বীরভূমের ইলামবাজারে ক্ষিতীশ মজুমদার (৯৫) এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছেন বলে তাঁর পরিবারের অভিযোগ। পানিহাটির প্রদীপ করের পর এবার প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার কোরা পাড়া গ্রামের বাসিন্দা ক্ষিতীশ।
বেশ কয়েক মাস আগে বীরভূমে মেয়ের বাড়িতে বেড়াতে এসে ইলামবাজারের স্কুলবাগান সুভাষপল্লীতে স্থায়ীভাবে থাকতে শুরু করেন তিনি। পরিবারের অভিযোগ, ভোটার তালিকা সংক্রান্ত আতঙ্কই তাঁকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে ক্ষিতীশ অস্বাভাবিক চিন্তায় ভুগছিলেন। বারবার বলতেন, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম নেই, তাহলে কি তাঁকে বাংলাদেশে ফেরত যেতে হবে? এই ভয়ই তাঁকে মানসিকভাবে ভীষণ অস্থির করে তোলে। বুধবার গভীর রাতে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান এবং দ্রুত পুলিশকে খবর দেন।
জানা গিয়েছে, প্রায় তিন দশক আগে ক্ষিতীশ মজুমদার ও তাঁর পরিবার পশ্চিমবঙ্গে এসে পশ্চিম মেদিনীপুরে বসবাস শুরু করেন। দীর্ঘদিন ধরেই তাঁরা সেখানেই স্থায়ীভাবে ছিলেন এবং একাধিকবার ভোটও দিয়েছেন। কিন্তু সম্প্রতি আশপাশের মানুষের মুখে শোনা যায়, “২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকলে বাংলাদেশে ফেরত যেতে হবে”।
এই কথায় বৃদ্ধ এই মানুষটির মনে গভীর আশঙ্কা তৈরি করে। পরিবারের দাবি, ক্ষিতীশ বাস্তবে কোনও সরকারি নোটিশ পাননি, তবুও আশেপাশে চলা গুজব ও ভুল ধারণাই তাঁর মানসিক ভারসাম্য নষ্ট করে দেয়। সেই মানসিক চাপে তিনি নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেন। ঘটনার খবর ছড়াতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। প্রতিবেশীরা জানান, ক্ষিতীশ ছিলেন শান্ত, নিরীহ প্রকৃতির মানুষ। কেউ ভাবতেই পারেননি এমন পরিণতি ঘটবে। বর্তমানে মৃতদেহ বোলপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের কথায়, একটি ধারণা এবং ভয়— এই দুই-ই কেড়ে নিল এক প্রবীণ মানুষের জীবন। এলাকাবাসী এখন প্রশ্ন তুলছেন, এমন ভয়াবহ আতঙ্ক আর কত প্রাণ কেড়ে নেবে? উল্লেখ্য, বুধবার কোচবিহারের এক বাসিন্দা ভোটার তালিকায় তাঁর নামের ভুল এবং সেখান থেকে তৈরি হওয়া এসআইআর আতঙ্কে বিষ পান করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। এই মুহূর্তে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।