• শিগগিরই ঘরে ঢুকে যান, দু'ঘণ্টায় কলকাতা সহ সাত জেলায় ঝেঁপে বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া! রইল মেগা আপডেট...
    আজকাল | ৩০ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বুধের পর বৃহস্পতিবার। দফায় দফায় বৃষ্টিতে নাজেহাল হবে দক্ষিণবঙ্গ। যদিও আজ রোদ ঝলমলে আকাশের দেখা পাওয়া গেছে সকালে। কিন্তু বেলা গড়াতেই বদলে গেল আবহাওয়া। ঘূর্ণিঝড় মান্থার কারণে বাংলায় আগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। বৃহস্পতিবারেও মিলছে না রেহাই। আগামী কয়েক ঘণ্টায় একাধিক জেলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

    আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা পৌনে একটার পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা পৌনে একটার পর কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই সাত জেলায় জারি রয়েছে হলুদ সর্তকতা। 

    আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই দু'-তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। তারপর দু'দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। আগামী পাঁচদিনে সর্বনিম্ন তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না। 

    হাওয়া অফিস আরও জানিয়েছে, বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই জারি রয়েছে হলুদ সর্তকতা। 

    শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ ও বীরভূমে। পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে আগামিকাল জারি রয়েছে হলুদ সর্তকতা। শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়া জেলায়। জারি রয়েছে হলুদ সর্তকতা। শনিবারের পর দক্ষিণবঙ্গে ফের শুষ্ক আবহাওয়া শুরু হবে। 

    অন্যদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারার সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। 

    আগামিকাল শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। পাঁচ জেলাতেই জারি রয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। 

    আগামী শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। তবে কোনও সতর্কতা জারি হয়নি‌। শনিবারের পর কমবে বৃষ্টির দাপট। আবারও শুষ্ক আবহাওয়ার মরশুম ফিরবে উত্তরবঙ্গে। 
  • Link to this news (আজকাল)