• আর ত্রৈমাসিক নয়, এবার থেকে প্রতিমাসে প্রকাশিত হবে 'শব্দছকের শব্দবাণ', থাকছে একাধিক চমক ...
    আজকাল | ৩০ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ট্যাবলয়েড। আদতে পুরোটি জুড়েই শব্দের খেলা। ২০২১ সালে ভারতবর্ষে প্রথম বাংলা শব্দছকের ট্যাবলয়েড প্রকাশিত হয়।  উদ্বোধন করেন কুণাল ঘোষ। চার পাতার এই শব্দবাণ পত্রিকা আর পাঁচটা সাধারণ পত্রিকার মতো ছিল না। শুধুমাত্র শব্দছককে ভালোবেসে তৈরি। একটি পাতা প্রতিযোগিতামূলক শব্দছকের পাতা। সঠিক সমাধান করলেই তিনজন বিজয়ী পাবে আকর্ষণীয় পুরস্কার। একটিমাত্র ছক ছিল পাঠকদের নিজে হাতে  তৈরি শব্দছক। ছবি সমেত প্রকাশিত হত 'আমার শব্দবাণ ' বিভাগে। দাম ছিল ১০টাকা। 

    ত্রৈমাসিক পত্রিকা ছিল, এবং RNI স্বীকৃত। মাঝে একবছর চালানোর পর পাঠকদের এত চাহিদা ছিল শব্দবাণ-এর পক্ষে সম্ভব হয়নি বিপুল চাহিদানুসারে প্রকাশ করা। কারণ, ১০০০কপি প্রকাশিত হত সবই বিক্রি হয়ে যেত। বিজ্ঞাপন সেরকম ছিল না, ফলে আর্থিক দিক থেকে বিপুল ভার বহন সম্ভব হয়নি। তাতে যা হয়, বন্ধ হয়ে যায় শব্দবাণ। তারপর ২০২৫ একটু আশার আলো পেয়ে, এবার ফের আত্মপ্রকাশ। তবে এবার আর ত্রৈমাসিক নয়, মাসিক আকারে নভেম্বর ২০২৫ থেকে বাজারে এবং প্রতিটি ঘরে আবার আসতে চলছে শব্দছকের শব্দবাণ।

    এবার কর্তৃপক্ষ প্রতিজ্ঞাবদ্ধ, বিজ্ঞাপন না পেলেও সম্পাদক শুভজ্যোতি রায় নিজের যথাসম্ভব সামর্থ্যে এই পত্রিকা চালিয়ে নিয়ে যাবেন। পত্রিকা প্রকাশিত হবে প্রতিমাসে।

    এবারের শব্দবাণ পত্রিকা একটু পরিবর্তন হয়েছে। যেমন-

     ১)চারপাতা পত্রিকাতে প্রথম পাতা আর শেষের পাতা রঙিন থাকছে। আগে চারপাতাই রঙিন ছিল। 

    ২) শেষের পাতাতে থাকছে একটিমাত্র প্রতিযোগিতামূলক শব্দছক। ঠিক উত্তর দিলেই প্রথম তিনজন পাবে আকর্ষণীয় পুরস্কার। আগের শব্দবাণ

    পত্রিকাতে ছিল প্রতিযোগিতামূলক শব্দছক পাঁচটি। পাঁচটিই সমাধান করতে হত পাঠককে তারপর লটারির মাধ্যমে ৩জন বিজয়ী ঘোষণা করা হত।প্রতিযোগিতামূলক ছকগুলি থাকত ৩এর পাতাতে। এবার তা পরিবর্তন হয়ে চারের পাতা অর্থাৎ শেষের পাতাতে চলে যাচ্ছে। 

    ৩) আগের শব্দবাণ পাঠকদের "আমার শব্দবাণ" নামক বিভাগে একজন পাঠকের তৈরি একটিমাত্র শব্দছক পাঠকের ছবি সমেত প্রকাশিত হত। এখন নতুন শব্দবাণ পত্রিকাতে"আমার শব্দবাণ " বিভাগে একজনের নয় চার-পাঁচজন পাঠকের ছবি সমেত তৈরি শব্দছক প্রকাশ করা হবে এবং সেটা ৩নম্বর সম্পূর্ণ পাতায় জুড়ে থাকবে পাঠকের তৈরি শব্দছক।

     ৪) আগের শব্দবাণ পত্রিকা ছিল ত্রৈমাসিক এখন নতুন শব্দবাণ পাঠকদের কাছে আসছে প্রতি মাসে। অর্থাৎ এখন আর দীর্ঘ অপেক্ষা করতে হবে না পাঠকদের।

     
  • Link to this news (আজকাল)