কলকাতা বয়েজ স্কুলে চলছে ক্লিফোর্ড হিক্স ইন্টারন্যাশনাল ডিবেট...
আজকাল | ৩০ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কলকাতা বয়েজ স্কুলের ঐতিহাসিক প্রাঙ্গণ এই কয়েকদিন ধরে প্রতিধ্বনিত হচ্ছে তর্ক, যুক্তি, ও প্রজ্ঞার আবেশে। ২৮ অক্টোবর থেকে শুরু হয়েছে ক্লিফোর্ড হিক্স ইন্টারন্যাশনাল ডিবেট। চলবে ১ নভেম্বর পর্যন্ত। এই বার্ষিক প্রতিযোগিতা বহু বছর ধরে বিতর্ক ও বক্তৃতা কলার উৎকর্ষের এক উজ্জ্বল ঐতিহ্য বহন করছে এবং ভারতের পাশাপাশি বিদেশের খ্যাতনামা স্কুলগুলির মেধাবী বক্তাদের একত্র করছে।
এই বছরের প্রতিযোগিতায় ৮৫টি স্কুল অংশ নিয়েছে। যার মধ্যে রয়েছে ভারতের ৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ২৭টি স্কুল, ৪টি আন্তর্জাতিক স্কুল, ৯টি উপশহরীয় স্কুল এবং ৪৫টি স্থানীয় স্কুল। এই প্রতিযোগিতাটি আয়োজিত হয় প্রয়াত ক্লিফোর্ড হিক্স এর স্মৃতিতে। যিনি ১৯৪০ এর শেষের দিকে কলকাতা বয়েজ স্কুলে শিক্ষকতা শুরু করেন। যিনি ১৯৫২ থেকে ১৯৭৪ পর্যন্ত স্কুলটির প্রধান শিক্ষক ও সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
প্রতিযোগিতার বিতর্কের বিষয়গুলি হল সমসাময়িক ও গভীর ভাবনায় পূর্ণ। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল–১: এই সভার বিশ্বাস, সাধারণ ভোটারের বিবেচনার ওপর ছেড়ে দিলে গণতন্ত্রের ভবিষ্যৎ অন্ধকার।
২: এই সভার বিশ্বাস। ভাল বেড়া–দেয়ালই ভাল প্রতিবেশি তৈরি করে।
৩: এই সভার বিশ্বাস, অপরাধ ও সন্ত্রাস দমন করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে জাতিগত বা নৃগোষ্ঠীভিত্তিক প্রোফাইলিং ব্যবহারের অনুমতি দেওয়া উচিত।
৪: এই সভার বিশ্বাস, নজরদারির সব রূপ–যেমন সিসিটিভি মনিটরিং যা নাগরিকদের ব্যক্তিগত অধিকারের লঙ্ঘন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লখনউ এপিস্কোপাল এরিয়া (MCI)–এর রেসিডেন্ট ও প্রিসাইডিং বিশপ ড. সি সেলভিন। যিনি কলকাতা বয়েজ স্কুল গ্রুপের চেয়ারম্যানও। তিনি স্কুলটির যুক্তিনির্ভর চিন্তাভাবনা ও সংলাপমূলক শিক্ষার পরম্পরাকে এগিয়ে নেওয়ার প্রশংসা করেন। তাঁর বক্তব্যে তিনি বলেন, ‘বিতর্ক শুধু যুক্তি জেতার উপায় নয়। বরং বিভিন্ন দৃষ্টিভঙ্গি বোঝা এবং নিজের বিশ্বাসে অবিচল থাকার শিক্ষাও।’
প্রথম কয়েক দফার বিতর্কে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক ও সামাজিক বিষয় নিয়ে গভীর গবেষণা, যৌক্তিক বিশ্লেষণ এবং প্রভাবশালী উপস্থাপনার মাধ্যমে তাদের প্রতিভার পরিচয় দিয়েছেন। বিচারকমণ্ডলীতে ছিলেন শিক্ষাবিদ, আইনজীবী ও গণমাধ্যম বিশেষজ্ঞরা। যারা অংশগ্রহণকারীদের মূল্যায়ন করেছেন বিষয়বস্তুর গভীরতা, উপস্থাপনার স্বচ্ছতা ও চাপের মধ্যে স্থিরতা–এই তিনটি মানদণ্ডে।
স্কুলের প্রধান শিক্ষক ও সচিব রাজা ম্যাকগি বলেন, ক্লিফোর্ড হিক্স ইন্টারন্যাশনাল ডিবেট হল সেই ঐতিহ্যের অংশ, যা ছাত্রদের আত্মবিশ্বাস, বুদ্ধিবিবেচনা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি গঠনে সহায়তা করে।