• বীরভূমে SIR আতঙ্কে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী ৯৫ বছরের বৃদ্ধ, দাবি পরিবারের
    আজ তক | ৩০ অক্টোবর ২০২৫
  • পানিহাটির পর এবার বীরভূমের ইলামবাজার। SIR আতঙ্কে আত্মঘাতী আরও এক প্রৌঢ় ক্ষিতীশ মজুমদারের (৯৫)। ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল না বৃদ্ধের। এটা জানার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন পশ্চিম মেদিনীপুরের ওই প্রৌঢ়। বুধবার রাতে বীরভূমে মেয়ের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। ৯৫ বছর বয়সী ওই বৃদ্ধ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের অভিযোগ। 

    তাঁর পরিবারের মতে, প্রৌঢ় SIR নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন। ভয় পাচ্ছিলেন। পরিবারের সদস্যরা জানান, "২০০২ সালের ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়ার পর থেকেই তিনি বিচলিত হয়ে পড়েন। প্রায়শই আমাদের জিজ্ঞাসা করতেন, যদি আমার নাম না থাকে, তাহলে কি আমাকে বাংলাদেশে ফিরে যেতে হবে?" তাঁর নাতনি হিরুবালা মজুমদার দাবি করেন, 'আমরা তাঁকে বারবার আশ্বস্ত করেছিলাম এরকম কোনও ভয় নেই। কিন্তু তিনি বিশ্বাস করতে পারছিলেন না। ভয় তাকে দিনরাত তাড়া করে বেড়াচ্ছিল।'

    প্রায় তিরিশ বছর আগে, ক্ষিতীশ মজুমদার এবং তাঁর পরিবার বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে চলে আসেন। মেদিনীপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তাঁর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিল। বছরের পর বছর ধরে বেশ কয়েকটি নির্বাচনে ভোট দিয়েছেন বলে পরিবার সূত্রে খবর। পুলিশ বৃদ্ধের দেহ ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। আত্মহত্যার কারণ সম্পর্কে পুলিশ এখনও কোনও মন্তব্য করেনি। 

    NRC-র ভয়ে আত্মঘাতী হওয়া পানিহাটির বাসিন্দা প্রদীপ করের আত্মহত্যা নিয়ে উঠছে প্রশ্ন। তাঁর সুইসাইড নোটে যে লিখিত বয়ান পাওয়া গিয়েছে তা নিয়ে তরজা বেধেছে তৃণমূল-বিজেপির। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘‘প্রদীপের পরিবারের লোকই বলছেন, তাঁর চারটে আঙুল নেই, ক্লাস থ্রি পর্যন্ত পড়েছেন। তিনি কী ভাবে এত সুন্দর করে লিখে ফেললেন? তাঁর পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। তৃণমূল নাটক করুক। কিন্তু একটা ভাল নাটক লিখুক। এত দুর্বল চিত্রনাট্য কেন?’’ 

    এই ঘটনার পর SIR আতঙ্কে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন দিনহাটার এক ব্যক্তি। তাঁর নাম খাইরুল শেখ (৭০)।  কোচবিহার জেলার দিনহাটা মহকুমার বুড়িরহাট ২নং গ্রাম পঞ্চায়েতের জিতপুর এলাকার বাসিন্দা। জানা যায়, আতঙ্কের জন্যই তিনি আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
  • Link to this news (আজ তক)