বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার মধ্যে কাজে যোগ না দিলে সাসপেন্ড করা হবে ১৪৫ জন ব্লক লেভেল অফিসার অর্থাৎ BLO-কে সাসপেন্ড করার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। এদের উপরই দায়িত্ব রয়েছে বাড়ি বাড়ি এনুমেরেশন ফর্ম নিয়ে পৌঁছে গিয়ে SIR প্রক্রিয়া সম্পন্ন করার। জানা গিয়েছে, এই BLO-রা কাজে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন।
কেবলমাত্র সাসপেনশনই নয়, ওই ১৪৫ জন BLO-র বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে বলেও জানিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। কিন্তু এদিন ভোটকর্মী ঐক্য মঞ্চ এবং BLO ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, 'আজ কাজে যোগ দিতে চলেছেন ১৪৫ জন অনিচ্ছুক BLO। নির্ধারিত সময়ের আগেই তাঁরা কাজে যোগ দেবেন। তবে যাঁরা গুরুতর অসুস্থ তাঁদের যেন ছেড়ে দেওয়া হয়, এই আর্জি জানাব কমিশনের কাছে। একইসঙ্গে যাঁরা কাজে যোগদান করছেন, তাঁদের নিরাপত্তার দিকটিও যেন নিশ্চিত করা হয়।'
জানা গিয়েছে, অনিচ্ছুকদের তালিকায় অধিকাংশই ছিলেন মুর্শিদাবাদ, কলকাতা এবং কোচবিহারের BLO। গত এপ্রিল থেকে এখনও পর্যন্ত যে সব BLO-দের নিয়োগ করা হয়েছিল, তাঁরা অনেকেই দায়িত্ব ও প্রশিক্ষণ নিতে অস্বীকার করেছিলেন। কী কারণে তাঁরা অনিচ্ছুক সেই কারণ জানাতে নির্দেশ দিয়েছিল কমিশন। কিন্তু কাজে যোগ না দেওয়ায় তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা জানায় কমিশন। সময় বেঁধে দেওয়া হয়েছিল। তারপরই অবশ্য কাজে যোগ দিতে রাজি হন BLO-রা।
উল্লেখ্য, নির্দিষ্টভাবে দু’জন BLO-র বিরুদ্ধে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অভিযোগ জমা পড়েছিল। ওই ২ জন রাজনৈতিক দলে সদস্য এবং পঞ্চায়েতের পদাধিকারী ছিলেন। সেই কারণে সেই দু’জনকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, এই BLO-রাই বাড়ি বাড়ি পৌঁছে যাবেন ৪ নভেম্বর। এনুমেরেশন ফর্ম দেবেন তাঁরা। সেগুলি ফিল আপ করে প্রয়োজনীয় নথি দাখিল করতে হবে। সেগুলি মিলিয়ে দেখবেন BLO-রা। তার উপর ভিত্তি করেই তৈরি হবে খসড়া ভোটার তালিকা। এই প্রক্রিয়া চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত।