• বাঁশি নয়, কলকাতায় এবার থেকে গান বাজিয়ে ময়লা সংগ্রহ করবেন সাফাইকর্মীরা
    আজ তক | ৩০ অক্টোবর ২০২৫
  • বাঁশির একঘেয়ে শব্দে শহরবাসীর দিন শুরু হবে না আর। বরং এবার সুরের মাধুর্যে ঘুম ভাঙবে কলকাতার। শহরের বর্জ্য সংগ্রহ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে উদ্যোগী হয়েছে কলকাতা পুরসভা। এবার থেকে গৃহস্থের বাড়ি থেকে ময়লা সংগ্রহের সময় পুরসভার গাড়িগুলি বাজাবে গান। সঙ্গে থাকবে শহর পরিষ্কার রাখার বার্তা।

    পুরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা গিয়েছে, বাড়ি বাড়ি ময়লা তোলার জন্য ব্যবহৃত ব্যাটারিচালিত ছোট গাড়িগুলিতে সাউন্ড বক্স বসানো হবে। এই বক্সে চলবে নির্দিষ্ট গান, যা নাগরিকদের কাছে একদিকে আনন্দদায়ক হবে, অন্যদিকে পরিচ্ছন্নতা বজায় রাখার বার্তা পৌঁছে দেবে।

    পুর কর্তৃপক্ষের দাবি, দীর্ঘ দিন ধরে বাঁশির শব্দে বিরক্তি বাড়ছিল নাগরিকদের মধ্যে। তাই এবার শহরবাসীর সকাল শুরু করতে চাইছেন আরও সুরেলা উপায়ে। আপাতত পরীক্ষামূলক ভাবে কয়েকটি ওয়ার্ডে এই প্রকল্প চালু করা হবে। প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি করে গান বাজানো গাড়ি চালানোর পরিকল্পনা রয়েছে। গাড়িগুলি প্রতি দিন বা সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন পাড়ায় পাড়ায় ঘুরে ময়লা সংগ্রহ করবে।

    ভবিষ্যতে সব গাড়িতেই পেনড্রাইভের মাধ্যমে গান চালানোর ব্যবস্থাও করা হতে পারে বলে জানিয়েছেন পুরসভার আধিকারিকেরা। প্রাথমিকভাবে যেখানে ময়লা সংগ্রহ তুলনামূলক কম হয়, সেইসব ওয়ার্ডকে অগ্রাধিকার দেওয়া হবে।

    পুর কর্তৃপক্ষের আশা, এই উদ্যোগ নাগরিকদের উৎসাহিত করবে যাতে তাঁরা নিয়মিত পুরসভার গাড়িতে ময়লা জমা দেন। এর আগে ডেঙ্গি ও ম্যালেরিয়া প্রতিরোধে গানের মাধ্যমে প্রচার করে সাফল্য পেয়েছিল পুরসভা। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার বর্জ্য সংগ্রহেও গানকে মাধ্যম হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত।
     

     
  • Link to this news (আজ তক)