বেঙ্গালুরু, ৩০ অক্টোবর: গাড়িতে ঘষা লেগেছিল বাইকের। সেই আক্রোশে বাইক আরোহী দুই ডেলিভারিকর্মীকে ধাওয়া করে গাড়ি দিয়ে ধাক্কা মারার অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। এর পরে সাজানো হয় দুর্ঘটনার গল্প। অমানবিক এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর পুট্টেনহাল্লির শ্রীরাম মন্দির এলাকায়। দ্রুত গতিতে ছুটে আসা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দর্শন নামে বছর ২৪ বয়সি এক যুবকের। গুরুতর আহত হন বাইকের পিছনে থাকা তাঁর বন্ধু বরুণ। গোটা ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নাম মনোজ কুমার এবং আরতি শর্মা। মনোজ শরীর শিক্ষার শিক্ষক বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, ঘটনার দিন বন্ধু সহ বাইক করে যাচ্ছিলেন দর্শন। শ্রীরাম মন্দির এলাকায় দম্পতির গাড়িতে ধাক্কা লেগে যায় বাইকের। তাতে গাড়ির লুকিং গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, তখন বিষয়টা মিটে গেলেও বাইক আরোহী দুই যুবককে তাড়া করেন অভিযুক্ত দম্পতি। ঘটনাস্থল থেকে কিলোমিটার দুই দূরে ইচ্ছাকৃত বাইকে সজোরে ধাক্কা মারে গাড়িটি। যার জেরে ছিটকে মাটিতে পড়ে যান দর্শন ও তাঁর বরুণ। আহতদেরকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায় ওই দম্পতি।
ঘটনাস্থলেই মৃত্যু হয় দর্শনের। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁর বন্ধু। প্রাথমিকভাবে দুর্ঘটনার মামলা দায়ের করে পুলিশ। কিন্তু ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখার পরে পুরো আসল বিষয়টি স্পষ্ট হয় তদন্তকারী আধিকারিকদের। শুরু হয় অভিযুক্ত দম্পতির খোঁজ। তাদের বিরুদ্ধে বিএনএসের বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের হয়েছে।