ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর প্রক্রিয়া সময়মতো সম্পন্ন করতে কড়া অবস্থান নিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তর। রাজ্যের সব বুথ লেভেল অফিসার বা বিএলওদের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে যোগ দিয়ে দায়িত্বপালনের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তর সতর্ক করেছে, নির্ধারিত সময়সীমার মধ্যে রিপোর্ট না দিলে বা কাজে অনুপস্থিত থাকলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে।
সূত্রের খবর, রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রেই বিএলওদের কার্যত মাঠে নামিয়ে দেওয়া হয়েছে, যাতে ভোটার তালিকার খসড়া তৈরি, সংশোধন ও বাদ-প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করা হয়। নির্বাচনী দপ্তরের তরফে জানানো হয়েছে, বিএলওদের উপস্থিতি ও দৈনন্দিন কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে। কোনও গাফিলতি ধরা পড়লে তার রিপোর্ট সরাসরি জেলা নির্বাচনী আধিকারিকের কাছে পাঠানো হবে।
এক নির্বাচনী কর্তা জানিয়েছেন, ‘ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সময়ের মধ্যে সব কাজ শেষ করতে হবে। কেউ দায়িত্বে অবহেলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যেই বুথভিত্তিক কাজের গতি বাড়ানো হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে, যাতে সাধারণ মানুষও ভোটার তালিকায় নিজেদের নাম যাচাই বা সংশোধনের সুযোগ পান।