• শুক্রবার উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলপ্রকাশ
    দৈনিক স্টেটসম্যান | ৩০ অক্টোবর ২০২৫
  • শুক্রবার ফলপ্রকাশ হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে ফলপ্রকাশের দিনক্ষণ ও কোথায় কীভাবে ফলাফল দেখা যাবে তা জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী কাল দুপুর সাড়ে ১২টা নাগাদ আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। দুপুর ২টো থেকে ফলাফল দেখতে পারবে পরীক্ষার্থীরা।

    অনলাইনেই ফলাফল দেখতে পারবে পরীক্ষার্থীরা। সংসদের নিজস্ব পোর্টাল ও আরও কয়েকটি পোর্টাল ও মোবাইল অ্যাপে ফলাফল দেখতে পারবে তারা। পরীক্ষার্থীরা তাদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর সাবমিট করলেই ফলাফল দেখতে পারবে। ফলাফল ডাউনলোড করে রাখতে পারবে পরীক্ষার্থীরা। ফলাফল প্রকাশের পরে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক ফলাফল ডাউনলোড করে প্রিন্ট করিয়ে স্বাক্ষর সহ স্ট্যাম্প দিয়ে পরীক্ষার্থীদের হাতে তুলে দেবেন।

    গত ২২ সেপ্টেম্বর এই পরীক্ষা শুরু হয়েছিল। পরীক্ষার পর থেকে ৩৯ দিনের মাথায় ফলাফল প্রকাশ করছে সংসদ। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার শুরু হবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি। শেষ হবে ২২ ফেব্রুয়ারি। একেবারে তখন ফলপ্রকাশের পর পরীক্ষার্থীরা চূড়ান্ত মার্কশিট পাবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)