কার্তিক পূর্ণিমা মানেই আলো আর ভক্তির উৎসব। এবছরও সেই আলোয় ভাসবে কলকাতার বাবুঘাট। বারাণসীর দেব দীপাবলির মতোই আয়োজিত হবে গঙ্গারতি। প্রতি বছরই কলকাতা পুরসভা দেব দীপাবলির এই উৎসবের আয়োজন করে। উৎসবের এই দিনে গঙ্গার ধারে জ্বলে ওঠে হাজার হাজার প্রদীপ। শঙ্খধ্বনি, মন্ত্রোচ্চারণ আর ঢাকের তালে গমগম করে গঙ্গার ঘাট।
দূরদূরান্ত থেকে মানুষ আসেন এই দৃশ্য দেখতে। কেউ প্রার্থনা করতে, কেউ বা শুধু সেই অপূর্ব আলোয় ভরা গঙ্গা তীর উপভোগ করতে।
চলতি বছরও ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে দেব দীপাবলি। দীপাবলি শেষ হলেও এই উৎসব যেন পুজোর আনন্দকে আরও বাড়িয়ে তোলে। কলকাতা পুরসভা ইতিমধ্যেই আয়োজন শুরু করে দিয়েছে। শহরবাসীর কাছে এ যেন কাশীর প্রতিচ্ছবি। কলকাতার এই দেব দীপাবলি যেন ভক্তি, আলো আর সৌন্দর্যের মেলবন্ধন ।