জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নির্বাচন কমিশনের (Election Commission) নির্দেশ অনুযায়ী ১২টার আগেই বেশিরভাগ অনিচ্ছুক বিএলও কাজে যোগদান করতে চলেছেন। তবে যারা গুরুতর অসুস্থ তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়, এই আর্জি কমিশনের কাছে জানাতে চাইছেন বিএলও ঐক্য মঞ্চ। যারা কাজে যোগদান করছেন তাদের নিরাপত্তার দিকটাও নিশ্চিত করতে হবে বলে দাবি।
বৃহস্পতিবারের মধ্যে বুথ লেবেল অফিসাররা যদি নিজেদের দায়িত্বভার গ্রহণ না করেন, তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারে কমিশন একথা আগেই জানিয়েছিল। এরপরই বিএলও-রা কাজে যোগ দিচ্ছেন বলে খবর।
কমিশনের তরফে জানানো হয়, ৩০ অক্টোবর, বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে দায়িত্বভার গ্রহণ করতে হবে বিএলও-দের। নাহলে তাঁদেরকে সাসপেন্ড করার ব্যাপারেও চিন্তাভাবনা করছে কমিশন। সূত্রের খবর, প্রতিটি জেলায় এ নিয়ে নির্দেশও পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, অনিচ্ছুক বিএলওদের এই তালিকায় রয়েছে মুর্শিদাবাদ, কোচবিহার, কলকাতা উত্তরের বিএলওরা। রাজ্যে এসআইআর শুরু হওয়ার আগে সাসপেন্ড হতে চলেছেন ১৪৩ জন বুথ লেভেল অফিসার। এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে দুইজন বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে অভিযোগ এসেছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে।
সংশ্লিষ্ট সেই দুই বুথ লেভেল অফিসার রাজনৈতিক দলের আধিকারীক ছিলেন। সেই কারণে এই দুই বুথ লেভেল অফিসারকে এস আই আর এর কাজ থেকে সরিয়ে দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। বাকিদের বিরুদ্ধে অভিযোগ নিয়োগপত্র নিতেই সম্মত হননি তাঁরা।