সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেনজির! এলাহাবাদ হাই কোর্ট সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে শীর্ষ আদালতের বিরুদ্ধেই সওয়াল করল। সাফ বলে দিল, নিম্ন আদালতের উপর নিয়ন্ত্রণের অধিকার শুধু হাই কোর্টের। সেটাতে হস্তক্ষেপ করতে পারে না সুপ্রিম কোর্ট।
আসলে সম্প্রতি দেশের সব হাই কোর্ট এবং নিম্ন আদালতের কার্যপদ্ধতি নিয়ে উদ্বেগপ্রকাশ করে শীর্ষ আদালত। নিম্ন আদালতগুলিতে মামলা ঝুলে থাকা, বিচারকদের প্রমোশন বা নিয়োগে বেনিয়ম নিয়ে উদ্বেগপ্রকাশ করেছিল। যে যে হাই কোর্টের বিরুদ্ধে অভিযোগ, সেগুলির মধ্যে এলাহাবাদ হাই কোর্টও ছিল। এলাহাবাদ হাই কোর্টের অধীনে নিম্ন আদালতগুলির কার্যপদ্ধতি নিয়েও প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। যা নিয়ে এবার পালটা সুপ্রিম কোর্টকেই কাঠগড়ায় তুলল এলাহাবাদ হাই কোর্ট।
এই সংক্রান্ত একটি মামলায় শীর্ষ আদালতে এলাহাবাদ হাই কোর্টের তরফে বলা হল, জেলা স্তরের বিচারব্যবস্থায় বদলি বা পদোন্নতির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট শর্ত বেঁধে দিতে পারে না। সেটার অধিকার শুধু হাই কোর্টের। প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চে হাই কোর্টের তরফে আইনজীবী রাকেশ ত্রিবেদী সওয়াল করেন, “সুপ্রিম কোর্টের উচিত নিম্ন আদালতে সংরক্ষণ, সরাসরি নিয়োগ, পদোন্নতির মতো বিষয়গুলিতে সরাসরি হস্তক্ষেপ না করা। এই কাজটা শুধু হাই কোর্টের। সুপ্রিম কোর্ট চাইলে সার্বিকভাবে নির্দেশিকা দিতে পারে।”
এলাহাবাদ হাই কোর্টের সেই যুক্তি মেনেও নিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বলেছেন, “সরাসরি এলাহাবাদ হাই কোর্টের এক্তিয়ারে হস্তক্ষেপ করছে না। আমরা হাই কোর্টের কোনও অধিকার কেড়ে নিতেও চাই না।” প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে, নিম্ন আদালতগুলিতে পদোন্নতি, নিয়োগ নিয়ে সার্বিকভাবে নির্দেশ দেবে শীর্ষ আদালত। আলাদা আলাদা হাই কোর্টে আলাদা নিয়ম হতে পারে না।