সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলির পর ভয়ংকর আকার নিয়েছে রাজধানীর দূষণ। পরিস্থিতি সামাল দিতে কৃত্রিম বৃষ্টি নামানোর পরিকল্পনা করে দিল্লি সরকার। সেই মতো মঙ্গলবার কৃত্রিমভাবে ‘ক্লাউড সিডিং’ বা মেঘ জমানোর প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। কিন্তু তা-ও দিল্লিতে নামেনি কৃত্রিম বৃষ্টি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে ঘন ধোঁয়াশার মধ্যে ঘুম ভাঙল রাজধানীর। দিল্লিতে বাতাসের গুণমান ‘খুব উদ্বেগজনক’।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি)-এর তথ্য অনুযায়ী, রাজধানীর সামগ্রিক বাতাসের গুণমান সূচক বা ‘এয়ার কোয়ালিটি ইন্ডেক্স’ (একিউআই) দাঁড়িয়েছে ৩৫২-তে, যা গত মঙ্গলবারের তুলনায় ৮০ বেশি। সবচেয়ে খারাপ অবস্থা বিবেক বিহারের। সেখানে একিউআই পৌঁছেছে ৪১৫-তে। এরপর আনন্দ বিহার (৪০৯) এবং ওয়াজিরপুর (৩৯৪)। প্রসঙ্গত, একিউআই ০-৫০ -এর মধ্যে থাকলে তা ‘ভালো’, ৫১-১০০ থাকেল ‘সন্তোষজনক’, ১০১-২০০ থাকলে ‘মাঝারি’, ২০১-৩০০ থাকলে ‘উদ্বেগজনক’, ৩০১-৪০০ থাকলে ‘খুব উদ্বেগজনক’ এবং ৪০১-৫০০ থাকলে ‘ভয়ানক’ বলে বিবেচিত হয়।
উল্লেখ্য, ২০০৯ সালে মুম্বই দূষণ থেকে বাঁচতে কৃত্রিম বৃষ্টিপাতের দিকে হাঁটে। কিন্তু দেখা যায়, চারবারের চেষ্টাতেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের বেশি কিছু করা যায়নি। অথচ সাকুল্যে খরচ হয়ে যায় ২৫ কোটি টাকা! এদিকে অন্ধ্রপ্রদেশেও ২০০৮-১১ সালের মধ্যে এমন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। কিন্তু সেখানেও সন্তোষজনক ফল মেলেনি। এই সব নজির ও পরিবেশবিদদের বক্তব্য যে খুব বেশি আশা জাগাচ্ছে না দিল্লির জন্য, তেমনই মনে করছে ওয়াকিবহাল মহল।