দুই ‘দুর্নীতির যুবরাজ’! বিহারে রাহুল-তেজস্বীকে তোপ মোদির, ফের মনে করালেন ‘জঙ্গলরাজ’
প্রতিদিন | ৩০ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের ভোটপ্রচারে গিয়ে একযোগে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবকে তোপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। প্রধানমন্ত্রীর কটাক্ষ, বিহারে দুই নেতা নিজেদের ‘যুবরাজ’ বলে দাবি করেছে। তারা আসলে দুর্নীতির যুবরাজ। তাঁদের পরিবার আসলে দুর্নীতিগ্রস্ত পরিবার।
বিহারে ২০ বছর ধরে ক্ষমতায় নীতীশ কুমার। এর বেশিরভাগ সময় এনডিএর শরিক হিসাবে। অথচ বিহারের ভোটপ্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীতীশ রাজের উন্নয়ন, সাফল্যের চেয়ে বেশি করে তুলে ধরছেন ২০ বছরের পুরনো ‘জঙ্গলরাজ’ প্রসঙ্গ নিয়ে। মোদি এদিন বললেন, পাঁচটি ‘ক’-কে কেন্দ্র করে এই ‘জঙ্গলরাজ’ প্রতিষ্ঠিত কাট্টা (দেশি বন্দুক), ক্রুরতা, কটুতা, কুশাসন, এবং দুর্নীতি।
এরপরই সরাসরি তেজস্বীদের তোপ দাগেন মোদি। তিনি বলেন, “বিহারের এই ভোটযুদ্ধে দুজন যুবনেতা আছে যারা নিজেদের যুবরাজ বলে মনে করে। তারা আসলে দুর্নীতির যুবরাজ। একজনের পরিবার গোটা দেশের সবচেয়ে দুর্নীতিবাজ পরিবার। আর একজনের পরিবার গোটা বিহারের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত। আর এরা দুজনেই হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে জামিনে মুক্ত।”
একদিন আগেই বিহারে দাঁড়িয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্যক্তিগত আক্রমণ করেন। রাহুল বলেন, ভোটের জন্য দরকারে নাচতেও পারেন মোদি। বৃহস্পতিবার বিহারে দাঁড়িয়ে সেই কটাক্ষের জবাব দিলেন প্রধানমন্ত্রী। তিনি কটাক্ষের সুরে সেই পুরনো ‘নামদার-কামদার ত্তত্ব তুলে ধরলেন। মোদি বললেন, “যারা অভিজাত পরিবারের সন্তান, তারা আমার মতো কষ্ট করে উঠে আসাদের কোনও সাফল্য সহ্য করতে পারে না। সেকারণেই বারবার আমার দিকে কাদা ছোড়া হচ্ছে। ওদের কাছে সাধারণ মানুষকে অপমান না করে ওদের ভাত হজম হয় না।”