হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিহারের নির্বাচনী ময়দানে তিনটি জনসভা করলেন। তিনি সিওয়ান, ভোজপুর ও বক্সারে এনডিএ প্রার্থীদের সমর্থনে প্রচার চালান। যোগী আরজেডি-কংগ্রেস জোটকে তীব্র আক্রমণ করেন। তিনি রাজ্যের মানুষকে উন্নয়ন ও সুশাসনের পক্ষে থাকার আহ্বান জানান। একইসঙ্গে তিনি সতর্ক করেন, রাজ্য যেন পুরনো জঙ্গলরাজের দিকে ফিরে না যায়।
যোগী আরজেডি-কংগ্রেস জোটকে অপরাধের কারখানা বলে চিহ্নিত করেন। রঘুনাথপুরের সভায় তিনি আরজেডি প্রার্থীর ফৌজদারি ইতিহাস তুলে ধরে তীব্র সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, উত্তরপ্রদেশে অপরাধের প্রতি জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। বিহারেও সেটি চালু করা প্রয়োজন। সিওয়ানের পুরনো দিনের অপরাধের কথা মনে করিয়ে তিনি বলেন, অপরাধীরা যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে।
তিনি বিরোধী দলগুলিকে মাফিয়া প্রেমিক বলে আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, তারা বাবর-ঔরঙ্গজেবের কবরে মাথা নত করে, কিন্তু রাম ভক্তদের ওপর নির্বিচারে গুলি চালায়। যোগী বলেন, ডবল ইঞ্জিন সরকারের মূল লক্ষ্য হল মাফিয়াদের সম্পত্তি বাজেয়াপ্ত করে গরিবদের জন্য ঘর তৈরি করা। এর জন্য বুলডোজারই মোক্ষম দাওয়াই। তিনি রাম-জানকী মার্গ প্রকল্পের কথাও তুলে ধরেন।
বক্সারে যোগী বলেন, বিরোধী দলগুলি লণ্ঠনের অন্ধকারে লুঠপাট চালায়। এখন বিহারের লণ্ঠন নয়, উন্নয়নের আলো চাই। তিনি জোর দিয়ে বলেন, প্রধানমন্ত্রী মোদী এবং নীতিশ কুমারের ডবল ইঞ্জিন সরকারই এই আলো দিতে পারে। যোগী বলেন, উত্তরপ্রদেশ এখন রাম রাজ্যের পথে চলছে। বিহারকেও সেই পথ অনুসরণ করতে হবে।