সুন্দরীকে অন্তঃসত্ত্বা করতে পারলেই মিলবে ২৫ লক্ষ! বিজ্ঞাপনের ফাঁদে পড়ে ভয়ংকর পরিণতি ব্যক্তির
প্রতিদিন | ৩০ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি বিজ্ঞাপন। যেখানে এক মহিলা বলছেন, “যিনি আমাকে মাতৃত্বের স্বাদ দিতে পারবেন তাঁকে ২৫ লক্ষ টাকা দেব।” তা দেখেই বিজ্ঞাপনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করেন এক ঠিকাদার। সেখানে তাঁকে বিভিন্ন সময়ে নানাভাবে টাকা চাওয়া হয়। সেই ফাঁদে পড়ে ১১ লক্ষ টাকা খোয়ালেন ব্যক্তি। সাইবার প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরেই থানায় অভিযোগ জানান তিনি।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণেয়। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ‘প্রেগনেন্ট জবে’র বিজ্ঞাপনটি দেখেন বছর ৪৫ এর ঠিকাদার। সেখানে এক মহিলা বলেন, “একজন পুরুষ চাই যে আমাকে মা হতে সাহায্য করবে। তিনি শিক্ষিত কি না, জাত কী, ফর্সা না কালো, তাতে আমার কিছু যায় আসে না।” এরপরই বিজ্ঞাপনের নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করেন ঠিকাদার। প্রতারিত ব্যক্তির দাবি, ফোন ধরেন এক যুবক। তিনি নিজেকে‘প্রেগন্যান্ট জব’ ফার্মের কর্মচারী বলে পরিচয় দেন। তিনি ঠিকাদারকে জানান, মহিলার সঙ্গে থাকতে হলে কোম্পানিতে নাম লেখাতে হবে।
অভিযোগ, এরপর ঠিকাদারের থেকে পরিচয়পত্রের চার্জ, নথি যাচাইকরণ, জিএসটি, টিডিএস, ইত্যাদির নামে টাকা নেওয়া হয়। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে ২৩ অক্টোবরের মধ্যে ১০০ বারেরও বেশির টাকা চাওয়া হয়। যাতে ১১ লক্ষ টাকা খুইয়েছেন তিনি। এক তদন্তকারী অফিসার বলেন, “বিভিন্ন প্রলোভন দেখিয়ে ১০০ বারের বেশি ট্রানজাকশন করা হয়েছে। তাতে ১১ লক্ষ টাকা খুঁইয়েছেন ব্যক্তি।” ঠিকাদার এত টাকা দেওয়ার পর বিভিন্ন প্রশ্ন করতে শুরু করেন। তারপরই অপরাধীরা তাঁকে ‘ব্লক’ করে দেয়। তিনি প্রতারিত হয়েছেন বুঝতে পেরে থানায় অভিযোগ জানান তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।