• ধর্ষণে গর্ভবতী হয়ে সন্তানের জন্ম তরুণীর! দল থেকে বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলর
    প্রতিদিন | ৩০ অক্টোবর ২০২৫
  • দেব গোস্বামী, রামপুরহাট: বিবাহিত হওয়া সত্ত্বেও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ। এর জেরে গর্ভবতী হয়ে সন্তানের জন্ম দেন ওই তরুণী। কিন্তু পরে সেসব দায়িত্ব নিতে অস্বীকার এবং মুখ খুললে তরুণীকে মেরে ফেলার হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। আর এসব অভিযোগ ওঠামাত্র দল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হলো ওই কাউন্সিলরকে। জেলা তৃণমূল সূত্রে খবর, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই এই পদক্ষেপ।

    রামপুরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর প্রিয়নাথ সাউ। বুধবার তাঁর বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন এক তরুণী। তাঁর অভিযোগ, স্ত্রী থাকা সত্ত্বেও নিজেকে অবিবাহিত দাবি করে তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন কাউন্সিলর। সম্পর্ক তৈরির পর দিনের পর দিন তাঁকে ধর্ষণের শিকার হতে হয়। ধর্ষণের ফলে তিনি গর্ভবতী হয়ে পড়েন, এক সন্তানের জন্ম দেন। এত কিছুর পর তৃণমূল কাউন্সিলর নাকি মুখ খুললেই তরুণীকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন প্রিয়নাথ সাউ। এই অভিযোগ উঠতেই রামপুরহাট পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা রামপুরহাট শহরের তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি প্রিয়নাথ সাউ তথা টিংকুকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস।

    বৃহস্পতিবার রামপুরহাটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় সাংবাদিক সম্মেলন করে রামপুরহাটের বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রিয়নাথ সাউয়ের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ পেয়ে দলের উচ্চ নেতৃত্ব সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেছে। অভিযুক্ত কাউন্সিলরকে তৃণমূলের সমস্ত পদ থেকে বরখাস্ত করা হয়েছে। তাঁকে দল থেকেও অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে। ছাব্বিশের আগে দলের শুদ্ধিকরণে বাড়তি সাবধানী শাসক শিবির, এই ঘটনা ফের তার প্রমাণ।
  • Link to this news (প্রতিদিন)