• বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের চেষ্টা বানচাল জলঙ্গিতে! গ্রেপ্তার ১
    প্রতিদিন | ৩০ অক্টোবর ২০২৫
  • অতুলচন্দ্র নাগ, ডোমকল: সোনা পাচার রোধে বড় সাফল্য জলঙ্গি থানার পুলিশের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার দক্ষিণ ঘোষপাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনা চোরাচালানকারীর নাম সাখিল আহমেদ। তাঁর বয়স ২৮ বছর, বাড়ি জয়কৃষ্ণপুরে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

    ডোমকলের এসডিপিও শুভম বাজাজ জানান, “গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জলঙ্গি থানার একটি বিশেষ দল ওই এলাকায় গোপনে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে দু’টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। এর মোট ওজন ২৫০ গ্রাম ৬৪০ মিলিগ্রাম।” জানা গিয়েছে, ওই যুবক এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। সেই সময় পুলিশ পৌঁছে তাঁকে আটক করে। তল্লাশি করতেই তাঁর কাছ থেকে দুটি সোনার বিস্কুট উদ্ধার হয়। এর বাজার মূল্য প্রায় ৩২ লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সোনাগুলি অবৈধভাবে ভারতে পাচারের জন্য বাংলাদেশ থেকে আনা হচ্ছিল। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি, ওই সোনার বিস্কুট দু’টির কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই সব জানতে তদন্ত করছে পুলিশ।

    অভিযুক্তকে শুক্রবার আদালতে তোলা হবে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ওই ঘটনায় পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। পুলিশ জানায়, সোনা চোরাচালানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালানোই এই সাফল্যের মূল কারণ। ওই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    এর আগে ১ সেপ্টেম্বর সোমবার দুপুরে রানিনগর থানার রাজানগর দাদুর ঘাট এলাকা থেকে পুলিশ এক কোটি ২৩ লক্ষ টাকার সোনা উদ্ধার করে। গ্রেপ্তার হয় দু’জন। এই ঘটনায় উদ্ধার হয় ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের দশটি সোনার বিস্কুট।
  • Link to this news (প্রতিদিন)