• SIR প্রস্তুতি, বিএলএ-সহ দলের সর্বস্তরে নেতা-কর্মীদের জরুরি বৈঠকে ডাকলেন অভিষেক
    প্রতিদিন | ৩০ অক্টোবর ২০২৫
  • ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বঙ্গে এসআইআর (SIR In Bengal) প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ২৮ অক্টোবর থেকে চলছে বিএলও-দের প্রশিক্ষণ পর্ব। চলবে ৪ নভেম্বর পর্যন্ত। এই পরিস্থিতিতে ব্লক লেভেল এজেন্ট বা বিএলএ-দের নিয়ে জরুরিভিত্তিতে প্রস্তুতি বৈঠকে বসতে চলেছে তৃণমূল। সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর থেকেই দফায় দফায় প্রশিক্ষণ শুরু করতে চলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে আসল বৈঠক হওয়ার কথা শুক্রবার বিকেলে। সূত্রের খবর, ওইদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ ভারচুয়াল বৈঠক করবেন অভিষেক। তাতে মন্ত্রী, সাংসদ, বিধায়ক থেকে ব্লক স্তরের নেতা-কর্মীদের এসআইআর নিয়ে বোঝাবেন তিনি নিজে।

    ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের জন্য যে সংখ্যক বিএলএ-২ প্রয়োজন, সমস্ত বুথে সংগঠন থাকার সুবাদে তা তৃণমূলের রয়েছে। শাসকদল জানিয়েও দিয়েছে, প্রতি বুথের জন‌্য বিএলএ ২-ও তাদের প্রস্তুত। দলের বুথ এজেন্টদের সুবিধার্থে তৃণমূল আরও একটি সিদ্ধান্ত নিয়েছে। এতদিন যাঁরা ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ করেছেন, যাঁরা সমস্ত ভোটারকে চেনেন, তাঁরা বিএলও এবং দলের এজেন্টদের সঙ্গে থাকবেন। যেসব এজেন্ট এতদিন এই কাজ করে এসেছেন এবং অভিজ্ঞ, এজেন্ট হিসাবে তাঁরাই থাকছেন। কিছু ক্ষেত্রে যোগ‌্য হিসাবে কিছু রদবদল করা হয়েছে। দলের বক্তব‌্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই সমীক্ষা বিশেষভাবে নির্ণয়কারী হয়ে উঠবে।

    সেসব বিষয় মাথায় রেখেই প্রস্তুতি বৈঠক শুরু করে দিচ্ছে শাসক শিবির। সূত্রের খবর, আজ দফায় দফায় বিএলএ-দের নিয়ে দলীয় স্তরে প্রশিক্ষণ চলবে। তার নেতৃত্বে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর শুক্রবার এসআইআরের প্রস্তুতি নিয়ে ভারচুয়াল বৈঠক। তাতে ৬ হাজারের বেশি সাংসদ, বিধায়ক, মন্ত্রী থেকে ব্লকস্তরের নেতা-কর্মী সকলকে ডাকা হয়েছে। সূত্রের খবর, বুথ স্তরের এজেন্টদের কাজ কীভাবে করতে হবে, তা বুঝিয়ে দেবেন অভিষেক নিজে। তৃণমূল বরাবর দাবি করেছে, একজন বৈধ ভোটারের নামও যাতে বাদ না যায়, সেই লক্ষ্যে কাজ করতে হবে। এই লক্ষ্য যাতে পূরণ হয় এসআইআরের কাজে, সেদিকেই বাড়তি নজর দেওয়া হচ্ছে। 
  • Link to this news (প্রতিদিন)