• পার্ক সার্কাসে ভয়াবহ দুর্ঘটনা, ল্যাম্প পোস্টে ধাক্কা ডাম্পারের, দুমড়ে মুচড়ে গেল অ্যাপ ক্যাব
    প্রতিদিন | ৩০ অক্টোবর ২০২৫
  • নিরুফা খাতুন: বৃহস্পতিবার সকালে ভয়াবহ দুর্ঘটনা পার্ক সার্কাসে। নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্প পোস্টে ধাক্কা মেরে উলটে গেল ডাম্পার। অভিঘাতে ল্যাম্প পোস্ট মাটি থেকে উপড়ে ঢুকে যায় পাশেই থাকা একটি ক্যাবের ভিতরে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনায় ব্যাপক যানজট তৈরি হয়। তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।

    বৃহস্পতিবার সকালে পার্ক সাকার্সের চার নম্বর ব্রিজে সায়েন্স সিটি যাওয়ার পথে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা ল্যাম্প পোস্টে ধাক্কা মেরে উলটে যায়। ধাক্কার অভিঘাতে ল্যাম্প পোস্টটি মাটি থেকে উপড়ে রাস্তায় থাকা একটি ক্যাবের উপর গিয়ে পড়ে। গাড়ির কাচ ভেঙে ল্যাম্প পোস্টের একাংশ গাড়ির ভিতরে ঢুকে যায়। গাড়িটিতে এক যুবক একাই ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে বেরিয়ে আসেন। তাঁর কোনও চোট লাগেনি বলেই জানা গিয়েছে।

    পার্ক সাকার্সের চার নম্বর ব্রিজ খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। সকালে ডাম্পার উলটে যাওয়ায় যানজট তৈরি হয়। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন পুলিশ আধিকারিকরা। ডাম্পারটিকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। যান নিয়ন্ত্রণ করেছে পুলিশ। ক্যাব গাড়িটির ভিতরে থাকা যুবক বলেন, “আমার কোনও আঘাত লাগেনি। ঠিকই আছি। তবে আতঙ্কে রয়েছি।”
  • Link to this news (প্রতিদিন)