• ‘কত হাজার মরলে পরে…’, দিল্লি থেকে ‘ঘাড়ধাক্কা’ খাওয়া শ্রমিকের মৃত্যুতে বিজেপিকে তোপ তৃণমূলের
    প্রতিদিন | ৩০ অক্টোবর ২০২৫
  • ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বাংলাদেশি সন্দেহে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর বিজেপি শাসিত রাজ্যগুলোর ‘নির্যাতন’ অব্যাহত। দীর্ঘ সময় ধরে দিল্লিতে কাজ করার পর স্রেফ সন্দেহের বশে কার্যত ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল বহরমপুরের রংমিস্ত্রি সন্তোষ দাস ও তাঁর পরিবারকে। বহরমপুরের বাড়িতে ফেরার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বছর পঞ্চান্নর সন্তোষের। এই মৃত্যু নিয়ে এবার বিজেপিকে কড়া ভাষায় তোপ দাগল তৃণমূল। এক্স হ্যান্ডেল পোস্টে বিজেপির উদ্দেশে কটাক্ষ, ‘আপনাদের হাতে মানুষের রক্ত লেগে আছে। আর কত মৃত্যুতে আপনার হিংসা নিবৃত্ত হবে?’

    জানা গিয়েছে, বহরমপুরের দয়ানগরের শিবনগর রোডের বাসিন্দা সন্তোষ দাস দিল্লিতে প্রায় ১৫-২০ বছর ধরে রংমিস্ত্রি হিসেবে কাজ করতেন। অভিযোগ, গত আড়াই মাস আগে সন্তোষ দাসকে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে এলাকা ছাড়তে বলা হয় বলে অভিযোগ। ভয়ে স্ত্রী ও সন্তানকে নিয়ে বহরমপুরের বাড়ি ফিরে আসেন সন্তোষ। দিন দশেক আগে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন তিনি। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মৃত্যু হয় তাঁর। স্ত্রী ও পুত্র জানিয়েছেন, কাজ ছেড়ে আসার পর থেকে সংসার কীভাবে চলবে, সেই চিন্তায় ছিলেন সন্তোষ। সেই চিন্তা থেকে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন বলে দাবি পরিবারের। এই পরিস্থিতিতে বিজেপির বাংলা-বিরোধী মনোভাবকে দায়ী করেছে রাজ্যের শাসকদল। এক্স হ্যান্ডেল পোস্টের ছত্রে ছত্রে সেই বার্তা।
  • Link to this news (প্রতিদিন)