স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR শুরু হতেই ওয়েবসাইট নিয়ে মহা সমস্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। রাজ্যে SIR ঘোষণার দিন থেকে এখনও পর্যন্ত ১ কোটির বেশি ক্লিক হয়েছে সিইও ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটে। কম বেশি সকলেই এই পোর্টালে ঢুকে ভোটার তালিকায় নাম খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছেন। তেমনটা হওয়া যে অস্বাভাবিক কিছু নয়, তা-ও মানছেন আধিকারিকরা।
কারণ, এই ওয়েবসাইটে ঢুকেই ২০০২ সালের SIR তালিকা দেখতে হচ্ছে ভোটারদের। এই তালিকায় নাম থাকলে SIR ২০২৫-এ নাম তোলা অনেক সহজ। অতিরিক্ত কাগজ দেখানোর ঝক্কি নেই। কিন্তু অনেকে জানতেনই না, SIR ঘোষণার অনেক আগে থেকেই ওয়েবসাইটে ইলেক্টোরাল রোল আপলোড করা হয়ে গিয়েছে। এখন SIR ঘোষণার পর হামলে পড়ে সকলে নাম মেলাতে চাইছেন। একসঙ্গে এত মানুষ ঢুকছেন, তাতেই সিইও পোর্টালের সার্ভারে চাপ বাড়ছে। সার্ভার ক্র্যাশ করার পরিস্থিতি তৈরি হয়েছে।
প্রসঙ্গত, এই সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজ কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের (NIC)। সূত্রের খবর, ইতিমধ্যেই একজন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সংশ্লিষ্ট সংস্থা NIC আধিকারিকদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধান করতে আবেদন জানিয়েছেন। দু’ একদিনের মধ্যে ওয়েবসাইটের রক্ষণাবেক্ষণের কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে আশাবাদী মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘NIC আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা স্টেট ডেটা সেন্টারের সঙ্গে কথা বলে সার্ভারের সমস্যা মেটাব। এনিউমারেশন ফর্ম দেওয়ার আগে সার্ভার ঠিক হয়ে যাবে।’