• ক্ষত না মিটতেই ফের আতঙ্ক, শুক্রবার ভয়ানক বৃষ্টি উত্তরবঙ্গে, কী করবেন পর্যটকরা?...
    আজকাল | ৩১ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ক্ষত মেটেনি এখনও, এখনও চতুর্দিকে ভয়াবহ বিপর্যয়ের দাগ। তার মাঝেই ফের, ঘটনার পুনরাবৃত্তির আতঙ্ক। হাওয়া অফিসের আগাম সতর্কতায়, ভয়ে কাঁপছে উত্তরের জেলাগুলি। আতঙ্ক পর্যটকদের চোখে মুখে। প্রশ্ন, যদি ৩১ অক্টোবর অর্থাৎ, আগামিকাল, শুক্রবার, ফের চার অক্টোবরের ঘটনার পুনরাবৃত্তি হয়, তাহলে কী করবেন তাঁরা? কী হবে পরিস্থিতি? 

    হাওয়া অফিস, বৃহস্পতিবারের আপডেটে জানিয়েছে, আগামিকাল, ৩১ অক্টোবর, উত্তরবঙ্গের সব জেলায়,  হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার বিক্ষিপ্ত অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের (০৭-২০ সেমি) সম্ভাবনা । জলপাইগুড়ি জেলার জায়গায় জায়গায় অতিভারী বৃষ্টি (>২০ সেমি) সম্ভাবনা রয়েছে। জারি লাল সতর্কতা। 

    শুক্রবার-

    কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (>০৭-২০ সেমি) হওয়ার সম্ভাবনা। 

    উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হতে পারে। এছাড়াও, উত্তরবঙ্গের সমস্ত জেলায় ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড় এবং বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। 

    তবে, মৌসম ভবন জানাচ্ছে, এই দুর্যোগের মেঘ উত্তরের আকাশ থেকে ৩১ তারিখেই কাটছে না। দুর্যোগের আশঙ্কা ১ তারিখেও রয়েছে। অর্থাৎ শনিবারেও উত্তরের জেলায় জেলায় ঝড়-জলের সম্ভাবনা। আলিপুরদুয়ার, কোচবিহারের জায়গায় জায়গায় ৭ থেকে ১১ সেমি বৃষ্টি সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়ায় দপ্তর। ২ অক্টোবর অর্থাৎ রবিবারেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। 

    মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড় মান্থা ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে উত্তর–উত্তর পশ্চিম দিকে এগিয়েছে। বুধবার সকালে তা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়। স্থলভাগের উপর দিয়ে আরও উত্তরে এগিয়ে দক্ষিণ ছত্তিশগড়ের কাছাকাছি পৌঁছবে এই নিম্নচাপ। তার পর আরও শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গেও আগামী কয়েক দিন ঝড়বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলার বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। 

    শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ ও বীরভূমে। পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে আগামিকাল জারি রয়েছে হলুদ সর্তকতা। শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়া জেলায়। জারি রয়েছে হলুদ সর্তকতা। শনিবারের পর দক্ষিণবঙ্গে ফের শুষ্ক আবহাওয়া শুরু হবে। 

    এই প্রসঙ্গে উল্লেখ্য, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই দু'-তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। তারপর দু'দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। আগামী পাঁচদিনে সর্বনিম্ন তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না। 

     
  • Link to this news (আজকাল)