• পশ্চিমবঙ্গে এসআইআর-এর প্রস্তুতি তুঙ্গে, ৮০ হাজার বুথে বিএলও নিয়োগ সম্পন্ন জানালেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক...
    আজকাল | ৩১ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গের শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। ভোটার তালিকার এই সংশোধনী নিয়ে রাজনৈতিক তরজা ক্রমশ বাড়ছে। একই সঙ্গে রাজ্যের ৮০ হাজার বুথে বুথ লেভেল অফিসার (বিএলও) নিয়োগ পর্ব বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। এ বিষয়ে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের চিফ ইলেকশন অফিসার (সিইও) মনোজ আগরওয়াল জানান, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে প্রক্রিয়াটি শেষ হয়েছে। আরও অনেকে বিএলও পদে যোগ দিতে আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু সকলকে নিয়োগ করা সম্ভব হয়নি। এর পাশাপাশি তিনি রাজ্যের ভূয়ষী প্রশংসাও করেন। 

    এ দিন পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া নিয়ে সিইও সাংবাদিক বৈঠক করে একাধিক পদক্ষেপের কথা জানান। তিনি বলেন, “রাজ্য সরকার যথাসাধ্য সহযোগিতা করছে এবং রাজ্যের আইনশৃঙ্খলার দিকটি নজরে রেখে এসআইআর-এর কার্যকলাপ চলছে। একই সঙ্গে বিএলও রিক্রুটমেন্ট পর্বে যত সংখ্যক নিয়োগের প্রয়োজন ছিল তা সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা জনিত বিষয়ে রাজ্য পুলিশও যথেষ্ট সহযোগিতা করছে। তবে কেন্দ্রীয় বাহিনীর রাজ্যে নির্বাচনের জন্য কোন প্রয়োজন এই মুহূর্তে নেই। যদি রাজ্য প্রয়োজন মনে করে এবং প্রয়োজনীয়তা জানায় তাহলে সেটা তখন আলোচনা করা হবে। অন্যথায় ভোট পর্ব শুরু হলে বা পূর্বে যেমন হয়েছে তেমন ভাবেই কেন্দ্রীয় বাহিনীর নিয়োগ করা হবে।”

    মনোজ কুমার জানিয়েছেন, নির্বাচনের জন্য ডেটা কালেকশন ও সার্ভার ব্যবহার ন্যাশনাল ইনফোমেটিভ সেন্টার (এনআইসি) দ্বারাই পরিচালিত হবে। বাইরে থেকে কোনও সার্ভার বা ডেটা ব্যবহার করা হবে না। তিনি আরও জানিয়েছেন, এনআইসি-র উপরে চাপ বেশি পড়তে পারে সেই কারণে রাজ্য থেকে ডেটা কালেকশন ও রাজ্যের সহযোগিতার আহ্বান করা হয়েছেয। রাজ্য-কেন্দ্র মিলিতভাবে ন্যাশনাল ইনফরমেটিভ সেন্টারের আরও উন্নত সার্ভার ব্যবহার করে পরবর্তীতে পুরো এসআইআর প্রক্রিয়া পরিচালিত হবে এবং ভোটার তালিকা প্রকাশ করা হবে।

    অন্যদিকে, আসন্ন বিহার বিধানসভা নির্বাচন এবং পরবর্তীতে পশ্চিমবঙ্গের নির্বাচনকে সুরক্ষিত করতে জাতীয় নির্বাচন কমিশন একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকের আয়োজন করে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার এবং পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার ও উত্তরপ্রদেশ এই চার রাজ্যের সিইও। এছাড়াও উপস্থিত ছিলেন চার রাজ্যের পুলিশ প্রধান, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ একাধিক শীর্ষ আধিকারিকরা। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, এদিনের বৈঠকের মূল উদ্দেশ্য আসন্ন বিহার নির্বাচনে ভোটদান প্রক্রিয়া যাতে কোনও ভাবে বিঘ্নিত না হয় এবং কোনও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়, সন্ত্রাস, বহিরাগত আগমন বা কোনও রকম অপরাধমূলক কর্মকাণ্ড যাতে না হয় তার জন্য রাজ্যগুলির সীমান্ত এলাকা সুরক্ষিত রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।
  • Link to this news (আজকাল)