• উত্তরবঙ্গের ১৮টি ট্রেনের সময়সূচিতে বদল, রওনা হওয়ার আগে জেনে নিন
    আজ তক | ৩১ অক্টোবর ২০২৫
  • North Bengal Train: যাত্রীদের সুবিধা ও ট্রেন চলাচলের সময়নিষ্ঠতা আরও বাড়াতে উত্তর-পূর্ব সীমান্ত রেল (NFR) তাদের নেটওয়ার্ক জুড়ে ১৮টি ট্রেনের নির্দিষ্ট স্টেশনে আগমন ও প্রস্থান সময় পরিবর্তন করেছে। ধাপে ধাপে এই নতুন সময়সূচি কার্যকর হচ্ছে ২৫ অক্টোবর থেকে ১ নভেম্বর, ২০২৫-এর মধ্যে।

    উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য় জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা জানিয়েছেন, পরিকাঠামোগত উন্নতি ও ট্রেন চলাচলের গতি বাড়ানোর ফলে এখন অনেক ট্রেন সময়মতো চলতে পারছে না। তাই এই সামঞ্জস্য আনাই মূল উদ্দেশ্য। নতুন সূচি অনুযায়ী কিছু জনপ্রিয় ইন্টারসিটি, সুপারফাস্ট ও বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

    যাত্রীদের অনুরোধ করা হয়েছে, ভ্রমণের আগে ন্যাশনাল ট্রেন ইনকোয়ারি সিস্টেম (NTES)-এ ট্রেনের আপডেটেড সময় ও চলাচলের অবস্থা যাচাই করে নেওয়ার জন্য।

    ২৫ অক্টোবর, ২০২৫ থেকে যে ট্রেনগুলির পরিবর্তন করা হয়েছে
    15719/15720 কাটিহার–শিলিগুড়ি–কাটিহার ইন্টারসিটি এক্সপ্রেস-কাটিহার ও শিলিগুড়ি স্টেশনে সময় পরিবর্তন।

    22301 হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস-নিউ জলপাইগুড়ি স্টেশনে সময় পরিবর্তন।

    12363 কলকাতা-হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস-হলদিবাড়ি ও হরিশচন্দ্রপুর স্টেশনে সময় পরিবর্তন।

    15464 শিলিগুড়ি-বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস-বালুরঘাট থেকে শিলিগুড়ি রুটে সময় পরিবর্তন।

    13246 আরা-নিউ জলপাইগুড়ি ক্যাপিটাল এক্সপ্রেস-নিউ জলপাইগুড়ি স্টেশনে সময় পরিবর্তন।

    15723 যোগবাণী-শিলিগুড়ি এক্সপ্রেস-শিলিগুড়ি টাউন স্টেশনে সময় পরিবর্তন।

    ২৮ অক্টোবর, ২০২৫ থেকে বদলাচ্ছে এই ট্রেনগুলি
    13248 আরা-কমাখ্যা ক্যাপিটাল এক্সপ্রেস-কমাখ্যা ও নিউ বঙাইগাঁও স্টেশনে সময় পরিবর্তন।

    15077 কমাখ্যা-গোমতীনগর এক্সপ্রেস-কমাখ্যা, গোলপাড়া ও বঙাইগাঁও স্টেশনে সময় পরিবর্তন।

    ২৯ অক্টোবর, থেকে

    15661 রাঁচি-কমাখ্যা এক্সপ্রেস-কমাখ্যা স্টেশনে সময় পরিবর্তন।

    ৩০ অক্টোবর থেকে
    13142 নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ তিস্তা-তোর্সা এক্সপ্রেস -সামসি থেকে নিউ আলিপুরদুয়ার পর্যন্ত সময় পরিবর্তন।

    22302 নিউ জলপাইগুড়ি–হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস-নিউ জলপাইগুড়ি ও কিশনগঞ্জ স্টেশনে সময় পরিবর্তন।

    22233 নিউ জলপাইগুড়ি–পাটনা বন্দে ভারত এক্সপ্রেস-নিউ জলপাইগুড়ি, কিশনগঞ্জ ও বারসই স্টেশনে সময় পরিবর্তন।

    22234 পাটনা–নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস-নিউ জলপাইগুড়ি, কিশনগঞ্জ, বারসই ও কাটিহার স্টেশনে সময় পরিবর্তন।

    15644 কমাখ্যা–পুরুলিয়া এক্সপ্রেস-কমাখ্যা থেকে হরিশচন্দ্রপুর পর্যন্ত সময় পরিবর্তন।

    ৩১ অক্টোবর, ২০২৫ থেকে
    12384 হলদিবাড়ি-কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস-হলদিবাড়ি, জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি, কিশনগঞ্জ ও হরিশচন্দ্রপুর স্টেশনে সময় পরিবর্তন।

    ১ নভেম্বর, ২০২৫ থেকে
    13245 নিউ জলপাইগুড়ি-আরা ক্যাপিটাল এক্সপ্রেস-নিউ জলপাইগুড়ি স্টেশনে সময় পরিবর্তন।

    (সমস্ত ট্রেনের পরিবর্তিত সূচি দেখতে রেলের ওয়েবসাইট ও আইআরসিটিসি ওয়েবসাইট দেখতে অনুরোধ করা হচ্ছে)

     
  • Link to this news (আজ তক)