নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ি শহর লাগোয়া ডেঙ্গুয়াঝাড় চা বাগানে চিতাবাঘের আতঙ্ক। ওই বাগানে খাঁচা বসাল বনদপ্তর। জানা গিয়েছে, গত মঙ্গলবার রাতে ওই বাগানের ডাঙা লাইনে হানা দেয় চিতাবাঘটি। শ্রমিক মহল্লায় ঢুকে বারান্দা থেকে একটি ছাগল তুলে নিয়ে চলে যায় চিতাবাঘটি। পরে বেশ কিছুটা দূরে ছাগলটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। এলাকায় চিতাবাঘের পায়ের ছাপও মেলে।এরপরই চা বাগানের শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। গতকাল অর্থাৎ বুধবার রাতে এলাকায় পাহারাও দেন তাঁরা। হাতে লাঠি ও টর্চ নিয়ে পাহারা দেন শ্রমিকরা। এরপরই আজ, বৃহস্পতিবার বনদপ্তরের পক্ষ থেকে বাগানে খাঁচা বসানো হয়। এই ঘটনায়, গোরুমারা বন্যপ্রাণ বিভাগের সহকারী বনাধিকারিক রাজীব দে বলেন, এদিন ওই চা বাগানে আমরা খাঁচা বসিয়েছি। শ্রমিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।