• পরিবহণ দপ্তরে সিটুর অভিযান, বিনামূল্যে টোটো রেজিস্ট্রেশনের দাবি
    বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বিনামূল্যে টোটো রেজিস্ট্রেশনের দাবি এবং আগামী দুই বছরের মধ্যে টোটো বদলে ই-রিকশ কেনার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে জলপাইগুড়িতে পরিবহণ দপ্তরের অফিসে সিটুর অভিযান। আজ, বৃহস্পতিবার সংগঠনের অনুমোদিত ই-রিকশ চালক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, দাবি পূরণ না হলে আগামীদিনে জলপাইগুড়ি জেলা জুড়ে টোটো ধর্মঘট হবে।সংগঠনের জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক শুভাশিস সরকার বলেন, আমরা চাই টোটো রেজিস্ট্রেশন হোক। কিন্তু দু’বছরের জন্য টোটো রেজিস্ট্রেশনের জন্য যে ২৮৪৫ টাকা নেওয়া হচ্ছে তা নেওয়া যাবে না। পাশাপাশি তাঁদের দাবি, রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে যে সব রেজিস্ট্রেশন করা হবে। সেগুলি আবার আগামী দুবছরের মধ্যে বদলে ই রিকশ কিনতে হবে এই সিদ্ধান্তও বাতিল করতে হবে। সম্প্রতি জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে টোটো রেজিস্ট্রেশনের নামে টাকা নেওয়া হয়েছিল। কিন্তু এখন যেখানে পরিবহণ দপ্তরের অধীনে টোটো রেজিস্ট্রেশনের জন্য বলা হয়েছে। সেক্ষেত্রে পুরসভা রেজিস্ট্রেশনের নাম করে টোটো চালকদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছিল তা ফেরত দিতে হবে। না হলে তাঁরা টোটো ধর্মঘটে নামবেন বলে হুমকিও দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)