চিকিৎসক পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় আজ পেশ করা হল চার্জশিট
বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: চিকিৎসক পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় ২০ দিনের মাথায় আজ, বৃহস্পতিবার চার্জশিট পেশ করলেন আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিস আধিকারিকরা। এদিন দুর্গাপুর মহকুমা আদালতে উপস্থিত ছিলেন সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। এছাড়াও ছিলেন এসিপি সুবীর রায়।সরকারি আইনজীবী জানান, মোট ১৮টি ধারায় মামলা রুজু করা হয়েছে ৬ জন অভিযুক্তের বিরুদ্ধে। শেখ নাসিরউদ্দিন, অপু বাউরি এবং শেখ ফেরদৌসের বিরুদ্ধে গণধর্ষণের মামলা-সহ ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রুজু করা হয়েছে। এছাড়া শেখ রিয়াজউদ্দিন ও শেখ সফিকের বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রুজু হয়েছে। পাশাপাশি নির্যাতিতার সহপাঠী ওয়াসিফ আলির বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার এই ঘটনার পরবর্তী শুনানি।