• ঢাকায় পৌঁছলেই জাকির নায়েককে আটক করুন, ভারতের হাতে তুলে দিন, বাংলাদেশকে বার্তা বিদেশ মন্ত্রকের
    প্রতিদিন | ৩১ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়তে থাকা মৌলবাদের আগুনে পাখার বাতাস দিতে কট্টরপন্থী ধর্মীয় নেতা জাকির নায়েককে অভ্যর্থনা জানাতে চলেছে মহম্মদ ইউনুসের বাংলাদেশ। আগামী ২৮ নভেম্বর সে দেশে যাচ্ছেন ধর্মীয় নেতা। এই সংবাদ প্রকাশ্যে আসতেই তৎপর হল ভারত। সোমবার বিদেশ মন্ত্রক জানাল, ঢাকায় পৌঁছানো মাত্র জাকির নায়েককে আটক করে ভারতের তুলে দেবে বাংলাদেশ, ঢাকার কাছে এমনটাই আশা করে নয়াদিল্লি।

    গতবছর পাকিস্তান সফরে গিয়েছিল ভারতে ‘মোস্ট ওয়ান্টেড’ জাকির নায়েক। সেখানে তার জন্য পাতা হয় লাল গালিচা। সন্ত্রাসবাদকে মদত যোগাতে পাকিস্তানের নানা প্রান্তে ঘুরে ঘুরে ধর্মসভা করে সে। লস্কর জঙ্গি মুজাম্মেল ইকবাল হাশমি-সহ একাধিক আন্তর্জাতিক জঙ্গির সঙ্গে আলাদা করে বৈঠক করে এই ধর্মগুরু। তারপর থেকে বহু কিছু ঘটে গিয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কোনও সময়েই ভালো ছিল না, যদিও তা পুরোপুরি বন্ধ হয় পহেলগাঁও হামলার পর। এবার জাকিরের বাংলাদেশ সফর নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। জানা গিয়েছে, আগামী ২৮ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করার কথা জাকিরের।

    এদিকে হাসিনা বিদায়ের পর পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে বাংলাদেশ। আইএসআই-এর মদতে বাংলাদেশে ইসলামি সেনা গঠনের পাশাপাশি শীর্ষ পাক সেনা আধিকারিকদের আনাগোনা ব্যাপক বেড়েছে বাংলাদেশে। যা মোটেই ভালো চোখে দেখছে না ভারত। এরই মাঝে জাকিরের সফর বাংলাদেশে মৌলবাদকে আরও বেশি করে উসকে দেওয়ার পরিকল্পনা বলেই মনে করছে কূটনৈতিক মহল। তার সফরের নেপথ্যে পাকিস্তানের ইন্ধনও থাকতে পারে বলে মনে করা হচ্ছে। যাতে মৌলবাদকে অস্ত্র করে ভারতের উত্তর-পূর্বে অস্থিরতা ছড়ানো যায়। ফলে ভারতীয় বিদেশ মন্ত্রক জাকিরকে ভারতের হাতে তুলে দেওয়ার কথা বললেও বাংলাদেশ যে মানবে তা বলাই বাহুল্য।
  • Link to this news (প্রতিদিন)