• মন্দিরের দেওয়ালে ‘আই লাভ মহম্মদ’ স্লোগান! উত্তরপ্রদেশে ধৃত ৪
    প্রতিদিন | ৩১ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার উত্তরপ্রদেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা। মন্দিরের গায়ে লেখা হল ‘আই লাভ মহম্মদ’। এই ঘটনায় ধৃত চারজন।

    জানা গিয়েছে, আলিগড়ের বেশ কয়েকটি মন্দিরের দেওয়ালে ‘আই লাভ মহম্মদ’ লিখে শহরে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার অভিযোগে উত্তরপ্রদেশ পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। ধৃত চারজনের নাম জিশান্ত সিং, আকাশ সারস্বত, দিলীপ শর্মা এবং অভিষেক সারস্বত। তদন্তে জানা গিয়েছে, জমি বিরোধের ঘটনায় অন্য সম্প্রদায়ের মানুষদের ফাঁসানোর জন্য এই কাজ করা হয়।

    পুলিশের সিনিয়র সুপারিন্টেনডেন্ট নীরজ কুমার জাদাউ জানিয়েছেন, অভিযুক্তরা হিন্দু। তাঁরা অন্য সম্প্রদায়ের মানুষদের ফাঁসানোর চেষ্টায় এই কাজ করেছে। তিনি বলেন, “তদন্তে জানা গিয়েছে এই গ্রাফিটির পিছনে কোনও সাম্প্রদায়িক উদ্দেশ্য নেই। জমি বিবাদে কিছু মানুষকে ফাঁসানোর উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে।”

    পুলিশ জানিয়েছে, এই সপ্তাহের শুরুতে চার অভিযুক্ত বেশ কিছু মন্দিরের দেওয়ালে এই স্লোগান লিখেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সিসিটিভি ফুটেজ দেখে এবং বিভিন্ন সন্দেহভাজনকে জেরা করে স্থানীয় দুই দলের মধ্যে জমি সংক্রান্ত বিবাদের ঘটনা সামনে এসেছে।

    ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা যায়। ২৫ অক্টোবর সমাজবাদী পার্টির নেতা জিয়া উর রহমান বারক অভিযোগ করেন, মন্দিরের গায়ের এই গ্রাফিতি সাম্প্রদায়িক বিভেদ তৈরির লক্ষ্যে ‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ অংশ। তিনি বলেন, “নিরপেক্ষ তদন্ত হলেই স্পষ্ট হবে কোনও মুসলিম ব্যক্তি এই কাজের সঙ্গে জড়িত নন।”

    পুলিশ গ্রেপ্তার হওয়া চারজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করেছে। তাঁদের বিরুদ্ধে শত্রুতা ছড়ানো এবং জনসাধারণের শান্তি বিঘ্নিত করার অভিযোগে মামলা করা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)