• ভোটের আগে রক্তাক্ত বিহার! প্রচারে গিয়ে গুলিবিদ্ধ লালুঘনিষ্ঠ, ঘটনাস্থলেই মৃত্যু
    প্রতিদিন | ৩১ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বৃহস্পতিবার বিহারে নির্বাচন শুরু। তার ঠিক একসপ্তাহ আগে খুন হলেন লালুপ্রসাদ যাদবের ঘনিষ্ঠ দুলারচাঁদ যাদব। এদিন রাজ্যের মোকামায় আচমকাই দুই গোষ্ঠীর মধ্যে সংঘাত শুরু হলে তিনি গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। জানা গিয়েছে, তিনি জনসুরজ পার্টির প্রার্থী পীযূষ প্রিয়দর্শীর হয়ে প্রচারে গিয়েছিলেন।

    ঠিক কী হয়েছিল? এদিন দুই গোষ্ঠীর মধ্যে আচমকাই সংঘাত শুরু হয়। চলে গুলিও। একটি গুলি এসে বিঁধে যায় দুলারচাঁদের বুকে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে আশপাশে হুলস্থূল পড়ে যায়। দ্রুত ছুটে পালায় জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গোটা এলাকায় প্রচুর পরিমাণে পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। আপাত ভাবে খুনের কোনও কারণ উঠে না এলেও সূত্রের দাবি. ভোটপ্রচারের সময়ই উত্তেজনা ছড়িয়েছিল। আর পিছনে অবশ্যই রয়েছে পুরনো শত্রুতা কিংবা রাজনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা। উল্লেখ্য, বিহারে দুই দফায় ৬ এবং ১১ নভেম্বর ভোট। ফল ঘোষণা ১৪ নভেম্বর।

    দুলারচাঁদ যাদব মোকামা তাল অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। একদা লালুর ঘনিষ্ঠ ছিলেন তিনি। সক্রিয় আরজেডি কর্মী দুলারচাঁদ গত শতকের নয়ের দশকে প্রভাবশালী হিসেবে অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। তাঁকে আরজেডির তৃণমূল স্তরের নেতাদের মধ্যে অন্যতম বলেই ধরা হত।
  • Link to this news (প্রতিদিন)