• তাঁরই এজলাসে ৩৭০ ধারা থেকে পেগাসাস মামলা, দেশের ৫৩তম প্রধান বিচারপতি পদে সূর্য কান্ত
    প্রতিদিন | ৩১ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের ৫৩তম প্রধান বিচারপতি হতে চলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত। বর্তমান প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের সুপারিশে সিলমোহর দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু।

    রাষ্ট্রপতি মুর্মু বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্তকে ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করেছেন। আগামী ২৩ নভেম্বর ভারতের বর্তমান প্রধান বিচারপতি বিআর গাভাইয় অবসর গ্রহণ করবেন। ২৪ নভেম্বর থেকে দায়িত্ব নেবেন বিচারপতি সূর্য কান্ত।

    কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই খবর নিশ্চিত করেছেন। তিনি এক্স হ্যান্ডেলের একটি পোস্টে লিখেছেন, ‘ভারতের সংবিধানে দেওয়া ক্ষমতা প্রয়োগ করে, রাষ্ট্রপতি ২৪ নভেম্বর, ২০২৫ থেকে ভারতের সুপ্রিম কোর্টের বিচারক বিচারপতি সূর্য কান্তকে ভারতের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করতে পেরে আনন্দিত।’

    বিচারপতি হিসেবে দুই দশকের কর্মজীবনে, বিচারপতি সূর্য কান্ত অসংখ্য গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। তাঁর বিভিন্ন রায়ের মধ্যে রয়েছে কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল থেকে শুরু করে পেগাসাস সফটওয়ার মামলা। বিচারপতি সূর্য কান্ত সেই সাংবিধানিক বেঞ্চের সদস্য ছিলেন যার রায়ে কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল সাংবিধানিক বৈধতা পায়।

    ব্রিটিশ জমানার রাষ্ট্রদ্রোহ আইন (আইপিসি ১২৪এ ধারা) বাতিল হয়ে যায় তাঁরই এজলাসে। রাষ্ট্র বিচার বিভাগীয় তদন্ত এড়াতে ‘জাতীয় নিরাপত্তা’কে ঢাল হিসেবে ব্যবহার করতে পারে না, এই রায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বিচারপতি সূর্য কান্ত।

    নিয়মমতো দেশের প্রধান বিচারপতির অবসর গ্রহণের মাসখানেক আগে থেকেই পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগের তৎপরতা শুরু হয়। সেইমতো একমাস আগেই উত্তরসূরির নাম প্রস্তাবের জন্য আইনমন্ত্রক চিঠি পাঠিয়েছিল বর্তমান প্রধান বিচারপতি বিআর গাভাইকে। গত সপ্তাহে তার জবাব দেন তিনি। আগামী ২৩ নভেম্বর প্রধান বিচারপতির দায়িত্ব থেকে অবসর নেবেন বিআর গাভাই। এরপর ওই চেয়ারে বসতে চলেছেন তাঁরই জুনিয়র বিচারপতি সূর্য কান্ত।

    এই মুহূর্তে বিচারপতি সূর্য কান্ত সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতির মধ্যে দ্বিতীয় প্রবীণ ব্যক্তি। সব ঠিক থাকলে হিসেবমতো তিনি একবছর ২ মাস এই পদে থাকবেন।
  • Link to this news (প্রতিদিন)