প্রকাশিত সিবিএসই দশম-দ্বাদশের পূর্ণাঙ্গ সূচি, কবে কোন বিষয়ের পরীক্ষা?
প্রতিদিন | ৩১ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশিত হল আগামী বছরের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি। পরীক্ষা শুরুর ১১০ দিন আগেই দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হল। ১৭ ফেব্রুয়ারি থেকে লিখিত পরীক্ষায় বসবে দশম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা। দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে ১০ মার্চ। দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলবে ৯ এপ্রিল পর্যন্ত।
জানা গিয়েছে, অধিকাংশ পরীক্ষাই শুরু হবে সাড়ে দশটায়। শেষ হবে একটা তিরিশে। কিছু বিষয়ে পরীক্ষা অবশ্য সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। সমস্ত পরীক্ষার্থীকে পরীক্ষার সূচির পিডিএফ ডাউনলোড করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বলে রাখা ভালো, ২০২৬ সালের পরীক্ষা থেকেই চালু হবে নতুন নিয়মও। দশম শ্রেণিতে দু’বার বোর্ড পরীক্ষা আয়োজিত হবে। প্রথম পর্বের পরীক্ষা ১০ মার্চ শেষ হলেও দ্বিতীয় পর্বের পরীক্ষা হবে ১৫ মে থেকে। যে সব পরীক্ষার্থীরা প্রথম পর্বে পরীক্ষা দিয়ে সন্তুষ্ট থাকবে না, তারা দ্বিতীয় পর্বের পরীক্ষায় বসতে পারবে।