• সহপাঠীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ৩জন অভিযুক্ত গণধর্ষণে! দুর্গাপুর কাণ্ডে চার্জশিট পেশ পুলিশের
    প্রতিদিন | ৩১ অক্টোবর ২০২৫
  • সুদীপ বন্দ্যোপাধ্যায়: সহপাঠীই ধর্ষক, ৩জন অভিযুক্ত গণধর্ষণে! ২০ দিনের মাথায় দুর্গাপুর কাণ্ডে চার্জশিটে এমনটাই জানাল দুর্গাপুরের নিউটাউনশিপ থানা। বাকি ২ অভিযুক্তের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের অভিযোগ দায়ের করা হয়েছে। ৬ অভিযুক্তের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন ধারায় মোট ১৮ টি মামলার উল্লেখ করা হয়েছে চার্জশিটে।

    গত ১০ অক্টোবর রাতে দুর্গাপুরের বিজড়া সংলগ্ন বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিকটেই পরাণগঞ্জের জঙ্গলে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৬ জনকে। আজ বৃহস্পতিবার, ২০ দিনের মাথায় সেই ঘটনায় চার্জশিট পেশ করল পুলিশ। চার্জশিটে নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছে পুলিশ। বাকি অভিযুক্ত শেখ নাসিরউদ্দিন, শেখ ফিরদৌস, অপু বাউরির বিরুদ্ধে গণধর্ষণ, শ্লীলতাহানি, আটকে রেখে অত্যাচার-সহ মহিলাদের উপর বিভিন্ন অপরাধের অভিযোগ তোলা হয়েছে। শেখ রিয়াজউদ্দিন ও শেখ সফিকের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতির অভিযোগ আনা হয়েছে। চার্জশিটে এ উল্লেখ করা হয়েছে যে, শেখ রিয়াজউদ্দিন ও সফিক শেখ আদালতে গোপন জবানবন্দিতে যা জানিয়েছিল তা তদন্তের সঙ্গে মিলে গিয়েছে। এই দুই অভিযুক্ত নাকি পরে যায় ঘটনাস্থলে। আদালতের অনুমতি পেলে এরা এই মামলার অন্যতম সাক্ষীও হতে পারে।

    ঠিক কী ঘটেছিল ওই অভিশপ্ত রাতে? চার্জশিট অনুযায়ী, নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলি ‘ফিঙ্গারিং’ করেছিল, যা ধর্ষণের সমান। অন্যদিকে শেখ ফিরদৌস ধর্ষণ করেছিল বলেই চার্জশিটে জানিয়েছে পুলিশ। বাকি ২জন অপু বাউরি ও শেখ নাসিরউদ্দিন ওখানে দাঁড়িয়েছিল বলে তাদের বিরুদ্ধেও গণধর্ষণের অভিযোগ আনা হয়েছে চার্জশিটে। দুর্গাপুর মহকুমা আদালতে চার্জশিট পেশের পর বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, “প্রাথমিকভাবে ধৃত ছয় অভিযুক্তের বিরুদ্ধেই চার্জশিট দেওয়া হল। একজন ধর্ষণ ও বাকি অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ, মহিলা সংক্রান্ত সমস্ত অপরাধ, চুরি, ছিনতাই, ডাকাতি-সহ ১৮ টি ধারায় অভিযোগ করা হয়েছে। আইন অনুযায়ী এই কেসে ২ মাসের মধ্যে ট্রায়াল শেষ করতে হবে। আমরা দ্রুত তা চেষ্টা করব।” আগামিকাল, শুক্রবার ধৃত ছয় অভিযুক্তকেই ফের জেল হেফাজত থেকে আদালতে তোলা হবে। তার আগেই পুলিশ জমা দিল চার্জশিট।
  • Link to this news (প্রতিদিন)