অভিষেক চৌধুরী, কালনা: প্রতিবেশী এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল ছাপান্ন বছর বয়সি এক প্রৌঢ়ের বিরুদ্ধে। অভিযুক্ত প্রৌঢ় নিজে বিবাহিত। মানসিক ভারসাম্যহীন ওই মহিলাকে শারীরিক নির্যাতনের জেরে তিনি গর্ভবতী হয়ে পড়েছেন বলেও অভিযোগ। মন্তেশ্বরের এমনই এক ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। অভিযোগ পেয়ে, পুলিশ মন্তেশ্বরের অভিযুক্ত ওই প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। ধৃতকে বৃহস্পতিবার কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মন্তেশ্বর থানা এলাকার এক প্রৌঢ় মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ভুলিয়ে-ভালিয়ে বাড়ির এলাকার বাইরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। চল্লিশ বছরের বেশি বয়সি ওই মহিলার সঙ্গে এমন ঘটনা ঘটলেও তার পরিবার কোনওভাবেই তা জানতে পারেনি। ওই মহিলার মানসিক সমস্যার কারণে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ান। সেই কারণেই কেউ এই ঘটনার বিষয়ে সন্দেহ করেনি বলেই জানা গিয়েছে।
এরপরেই হঠাৎ করে ওই মহিলা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাঁর পরিবার ওই মহিলাকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরীক্ষার পরে পরিবার জানতে পারে, ওই মহিলা আট মাসের অন্তঃসত্ত্বা। বাড়ির লোকজন তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অভিযোগ করেন, বিবাহিত ওই প্রৌঢ় তাঁকে ধর্ষণ করেছে। এরপরেই ওই মহিলার মা অভিযুক্ত প্রৌঢ়ের বিরুদ্ধে মন্তেশ্বর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্তে নেমে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃত নিজের অপরাধের কথা স্বীকার করেছে বলেও জানা গিয়েছে।