• পর্যটকদের জন্য সান্দাকফু বন্ধের সিদ্ধান্ত রাজ্যের! জানেন কেন?
    প্রতিদিন | ৩১ অক্টোবর ২০২৫
  • ধনরাজ তামাং, দার্জিলিং: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দুর্ঘটনা এড়াতে আগেভাগেই পদক্ষেপ করল রাজ্য। আপাতত পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হল  সন্দাকফু। অর্থাৎ ঘোরাফেরা-ট্রেকিং কিছুই করা যাবে না।

    দার্জিলিংয়ের সুকিয়া পোখরি বিভাগের আওতাধীন সন্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। সুকিয়া পোখরি বিভাগের উন্নয়ন কর্মকর্তা আরোগ্য গোয়া জানিয়েছেন, আবহাওয়া দপ্তরের তরফে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তাই নিরাপত্তার কথা মাথায় রেখে সান্দাকফু বন্ধ করে দেওয়া হয়েছে। লাল সতর্কতা প্রত্যাহার না হওয়া পর্যন্ত, সম্পূর্ণরূপে বন্ধই থাকবে। বর্তমানে যারা সান্দাকফুতে রয়েছেন, আগামিকাল অর্থাৎ শুক্রবার সকালে তাঁদের দেওয়া হবে। অর্থাৎ আবহাওয়া উন্নতি হলে তারপরই ফের পর্যটকদের জন্য খুলবে সান্দাকফু।

    সিঙ্গালীলা ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন প্রধান জানিয়েছেন, এদিন ছয়টি পর্যটকের গাড়ি চলে গিয়েছে। আগামিকাল প্রাতঃরাশের পর বাকিরা ফিরে যাবে। প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে বৃষ্টি ও হরপা বানে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বন্ধ হয়েছিল একাধিক রাস্তা। প্রাণ গিয়েছে বহু মানুষের। ঘর ছেড়েছেন বহু মানুষ। পরেরদিনই ছুটি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বাস দিয়েছেন পাশে থাকার। রাজ্যের উদ্যোগে দ্রুতই স্বাভাবিক ছন্দে ফিরেছে পাহাড়। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই এবার বৃষ্টির পূ্র্বাভাস পেয়েই পর্যটকদের জন্য সান্দাকফু বন্ধ করে দিল রাজ্য।
  • Link to this news (প্রতিদিন)