• ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে পাসপোর্টের আবেদন! গ্রেপ্তার একবালপুরের যুবক
    প্রতিদিন | ৩১ অক্টোবর ২০২৫
  • অর্ণব আইচ: কলকাতা পুরসভার লোগো ব্যবহার করে তৈরি ভুয়ো জন্মশংসাপত্র! তা দেখিয়ে পার্সপোটের জন্য আবেদন! কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের হাতে গ্রেপ্তার যুবক। ধৃতকে আদালতে পেশ করা হয়েছে। পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মহম্মদ সাজিদ। তিনি একবালপুরের বাসিন্দা। চলতি বছরের ৮ অক্টোবর পাসপোর্টের জন্য আবেদন করেন তিনি। জানা গিয়েছে, কলকাতা পুরসভার লোগো ব্যবহার করে ভুয়ো জন্ম সার্টিফিকেট তৈরি করেন সাজিদ। ভেরিফিকেশনের সময় জন্মের শংসাপত্র দেখে সন্দেহ হয় সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের। সেটি ভালো করে খতিয়ে দেখেন তারা। বোঝা যায় সেটি ভুয়ো। তারপরই যুবককে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। আজ, বৃহস্পতিবার তাঁকে আলিপুর আদালতে পেশ করে পুলিশ। ৬ নভেম্বর পর্যন্ত সাজিদকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

    উল্লেখ্য, চলতি বছরের মে মাসে কলকাতার গার্ডেনরিচ থেকে একই অপরাধে গ্রেপ্তার হন উত্তরপ্রদেশের যুবক এহসাহান খান। অভিযুক্ত উত্তরপ্রদেশের বাসিন্দা। থাকছিলেন কলকাতার গার্ডেনরিচে। গোসাবা এলাকা থেকে ভুয়ো জন্মশংসাপত্র তৈরি করে পাসপোর্টের জন্য আবেদন করে যুবক। তথ্য যাচাই করার সময় শংসাপত্র দেখে সন্দেহ হওয়ার পরই পুলিশ গ্রেপ্তার করে এহসাহানকে।
  • Link to this news (প্রতিদিন)