খাস কলকাতা থেকে গ্রেপ্তার ৩ আফগান নাগরিক, বড় ষড়যন্ত্রের ছক কষে শহরে আত্মগোপন?
প্রতিদিন | ৩১ অক্টোবর ২০২৫
অর্ণব আইচ: খাস কলকাতা থেকে গ্রেপ্তার তিন আফগান নাগরিক। তাঁদের বিরুদ্ধে জাল পরিচয়পত্র তৈরি করে এদেশে বসবাসের অভিযোগ উঠেছে। সিকিউরিটি কন্ট্রোল দপ্তরের অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, এই দেশে থাকার জন্য জাল আধার কার্ড, ভোটার কার্ড-সহ অন্যান্য বহু নথিপত্র জাল করেছিল তাঁরা। ভাবানীপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে এই তিনজনকে। তাদের নাম আবদুল্লা খান,সাহেব খান এবং জলত খান। জানা গিয়েছে, এই তিন নাগরিকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করে সিকিউরিটি কন্ট্রোল দপ্তর। বৃহস্পতিবার ওই তিনজনজকে আদালতে তোলা হয়। ধৃতদেরকে ছয় নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আলিপুর আদালতে তলা হয়।
জানা গিয়েছে, ভারতীয় নাগরিকত্বের পরিচয়পত্র বানিয়ে দীর্ঘদিন শহরে রয়েছেন তিন আফগান নাগরিক। দক্ষিণ কলকাতায় তাঁরা থাকছিলেন বলে পুলিশ সূত্রে দাবি কলকাতা পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অভিযুক্তরা কলকাতায় রয়েছেন। পুলিশ জানিয়েছে, আফগানিস্তানের পাসপোর্ট নিয়ে তাঁরা এদেশে এসেছিলেন। আফগান পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও তিনজনেই এখানেই থেকে গিয়েছিলেন এবং ভারতীয় ভোটার, আধার ও প্যান কার্ড তৈরি করেন। আবদুল্লাহ খান ১৯৯৫ সালে, সাহেব খান ২০১৭ সালে এবং জলত খান ২০১৯ সালে এদেশে আসেন।
কিছুদিন আগেই, ভুয়ো জন্মশংসাপত্র দেখিয়ে পার্সপোটের জন্য আবেদন করা হয় কলকাতায়। এই ঘটনায় কলকাতার গার্ডেনরিচ থেকে গ্রেপ্তার হয় উত্তরপ্রদেশের যুবক। তথ্য যাচাই করতে গিয়ে জানা যায় জমা দেওয়া শংসাপত্র আদতে ভুয়ো। কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের হাতে ওই যুবক গ্রেপ্তার হয়। অভিযুক্ত উত্তরপ্রদেশের বাসিন্দা। থাকছিলেন কলকাতার গার্ডেনরিচে। গোসাবা এলাকা থেকে ভুয়ো জন্ম শংসাপত্র তৈরি করে পাসপোর্টের জন্য আবেদন করে ওই যুবক।