নভি মুম্বই, ৩০ অক্টোবর: অস্ট্রেলিয়াকে এক ইঞ্চিও জমি না ছেড়ে জয় ছিনিয়ে নিল ভারতের মেয়েরা। অসাধ্যসাধন করে মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছল হরমনপ্রীত কউররা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ, বৃহস্পতিবার নভি মুম্বইয়ে দ্বিতীয় সেমিফাইনাল খেলতে নেমেছিল ভারত। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। যদিও অজিদের বিরুদ্ধে ভারতের বোলিং সেভাবে দাগ কাটতে পারেনি। যার ফলে স্মৃতি মান্ধানাদের ৩৩৯ রানের বিশাল টার্গেট দেয় অস্ট্রেলিয়া। অজিদের হয়ে এদিন সেঞ্চুরি হাঁকান ফিবি লিচফিল্ড, ৭৭ রান করেন এলিস পেরি। শেষে ৪৫ বলে ৬৩ রান করে ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে বড় রানের টার্গেট দেন অ্যাশলে গার্ডেনার।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেনি ভারত। ১০ রানে আউট হন শেফালি ভার্মা, স্মৃতির ব্যাট থেকেও এদিন বড় রানের ইনিংস আসেনি। হাল ধরেন অধিনায়ক হরমনপ্রীত কউর ও জেমাইমা রডরিগেজ। দু’জনে দুরন্ত ব্যাটিং করে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন দলকে। তবে এদিনের ম্যাচে সকলকে ছাপিয়ে গিয়েছেন জেমিমা। হরমনপ্রীত ৮৯-তে আউট হলেও একা হাতে ম্যাচ বের করেছেন তিনি। জেমাইমার (১২৭) কাঁধেই ভর করে ভারত ৯ বল বাকি থাকতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে।
এবার সোজা আগামী ২ নভেম্বর ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবেন জেমাইমারা। আর মাত্র একটা ধাপ, সেটা টপকালেই বিশ্বকাপ আসছে ঘরে এটা নিঃসন্দেহে বলাই যায়।