• ভুটান যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ নির্মলা সীতারমনের
    এই সময় | ৩১ অক্টোবর ২০২৫
  • ভুটান সফরে যাওয়ার পথে বিপাকে পড়লেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

    বৃহস্পতিবার দুপুরে খারাপ আবহাওয়া ভারী বৃষ্টির জেরে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় তাঁর বিমানের।

    কেন্দ্রীয় অর্থ মন্ত্রক দপ্তর সূত্রে জানানো হয়েছে, আবহাওয়া খারাপ থাকায় অর্থমন্ত্রীর ভুটান সফর বৃহস্পতিবার স্থগিত করা হয়েছে। রাতে তিনি শিলিগুড়িতেই থাকবেন। আবহাওয়া অনুকূল না হওয়ায় তাঁর সফরসূচি পরিবর্তন করা হয়েছে। শুক্রবার সকালে আবহাওয়া স্বাভাবিক হলে তিনি আবার ভুটানের উদ্দেশে রওনা দেবেন বলে জানা গিয়েছে।

    আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি চলছে। এর কারণে সমস্যা দেখা দিয়েছে বিমান চলাচলের ক্ষেত্রেও। ফলে বৃহস্পতিবার ভুটান ও উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু রুটে বিমান পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়। আজ, শুক্রবারও দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

    এই কারণেই পাইলট নিরাপত্তার স্বার্থে অর্থমন্ত্রী যে বিমানে ছিলেন সেটিকে বাগডোগরায় নামিয়ে আনেন।

    জানা গিয়েছে, থিম্পুতে ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুক ও প্রধানমন্ত্রী দাশো চেরিং তোবগের সঙ্গে বৈঠক করার কথা আছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। ভুটানের অর্থমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন তিনি। তাঁর এই ভুটান সফরের মূল লক্ষ্য দুই দেশের মধ্যে আর্থিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করা। হাইড্রো পাওয়ার, ডিজিটাল পেমেন্ট, টেক ও পর্যটন ক্ষেত্র সহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হবে।

    ভুটানে ভারতের সাহায্য নিয়ে গড়ে ওঠা বিভিন্ন প্রকল্প যেমন কুরিচ্ছু জলবিদ্যুৎ প্রকল্প, গ্যালসুং একাডেমি এবং পুনাখা জং পরিদর্শন করবেন নির্মলা সীতারমন বলেও জানা গিয়েছে।

  • Link to this news (এই সময়)