• বিয়েতে তিনটের বেশি গয়না পরতে পারবে না কনে, ফতোয়া পঞ্চায়েতের
    বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
  • সিমলা: সেজেগুজে বিয়ের পিঁড়িতে বসা প্রায় সব কনেরই স্বপ্ন। আর তাতে বাড়তি মাত্রা যোগ করে হাত-কান-গলা সহ নানা গহনার সংযোজন। কিন্তু, কনের এই সালাঙ্কারা বেশ নিয়েই আপত্তি তুলেছে উত্তরাখণ্ডের জৌনসার এলাকার একটি পঞ্চায়েত। তাদের ফতোয়া, বিয়েতে তিনটির বেশি গহনা পরা যাবে না! কিন্তু, কেন? তার জন্যও এক আজব যুক্তি দেওয়া হয়েছে। পঞ্চায়েত জানিয়েছে, কনে বেশি গহনা পরলে অন্যদের হিংসা হতে পারে। তাতে নিজেদের মধ্যেই ঝামেলা তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। সেই কারণে বাড়তি গহনায় আপত্তি তোলা হচ্ছে।

    দেরাদুন জেলার যমুনা ও টন্স নদীর তীরে কান্ধার ও ইন্দ্রাণী গ্রাম। এই দুই গ্রামের পঞ্চায়েত যৌথভাবে বিয়েতে কনের গহনা পরা নিয়ে নির্দেশিকা জারি করেছে। কান্ধার গ্রামের প্রধান অর্জুন সিং জানিয়েছেন, এখন সোনার দাম আকাশছোঁয়া। ফলে বিয়ের সময় স্বর্ণালঙ্কার কিনতে প্রচুর চাপ তৈরি হচ্ছে। এর জেরে পরিবারের মধ্যে ঝামেলা ও আর্থিক সমস্যা দেখা দিচ্ছে। তাই সমাজের মধ্যে শান্তি ও সাম্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত। কিন্তু, কী বলছেন গ্রামের মহিলারা? পঞ্চায়েতের সিদ্ধান্তে তাঁদের মধ্যে অনেকেই বেজায় ক্ষুব্ধ। জৌনসারের অমলা চৌহানের বক্তব্য, সকলের মধ্যে সাম্য তৈরির কথা বলা হচ্ছে। তাহলে শুধু মহিলাদের গহনার ক্ষেত্রেই তা কেন বলবৎ হবে? পুরুষরাও তো অত্যন্ত দামি বিদেশি মদ খায়। তারা কেন ছাড় পাবে? সোনা খুব ভালো বিনিয়োগ। অসময়ে কাজে আসে। মদ বা অন্যান্য দামি সামগ্রী কোন কাজে আসবে? নিশা রাওয়াত নামে অপর এক মহিলার কথায়, শুধু সোনার গহনার ক্ষেত্রেই আপত্তি! দামি উপহার ও মদ নিয়ে কারও কোনও সমস্যা নেই। 
  • Link to this news (বর্তমান)