• ডিজিটাল অ্যারেস্টে ১ কোটি ১৯ লক্ষ খুইয়ে মৃত্যু বৃদ্ধের
    বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
  • মুম্বই: ডিজিটাল অ্যারেস্টের কবলে পড়ে ১ কোটি ১৯ লক্ষ খোয়াতে হয় ৮২ বছরের বৃদ্ধকে। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে অবসাদে প্রাণ গেল ওই অশীতিপরের। তাঁর স্ত্রী মঙ্গলবার পুলিশের কাছে এনিয়ে অভিযোগ দায়ের করেন। তার পরেই গোটা বিষয়টি সামনে আসে। 

    জানা গিয়েছে, ১৬ এবং ১৭ আগস্ট দু’দিনে মুম্বই সাইবার শাখা এবং সিবিআই অফিসারের নাম নিয়ে বৃদ্ধ দম্পতিকে প্রতারণা করা হয়। বলা হয়, ওই দম্পতি বিদেশে টাকা পাচার করছেন। ওই দম্পতির তিন মেয়ে বিদেশে থাকেন। প্রায়শই তাঁরা বৃদ্ধ বাবা-মায়ের জন্য টাকা পাঠান। আতঙ্কে প্রতারকদের টোপ গিলে ফেলেন ওই দম্পতি। তারপর থেকেই চলতে থাকে ‘ভুয়ো’ তদন্তের নামে ব্ল্যাকমেল। শেষমেশ জালিয়াতদের কাছে ১ কোটি ১৯ লক্ষ টাকা খোয়াতে হয় বৃদ্ধ দম্পতিকে। জীবনের সব সঞ্চয় খুইয়ে ভেঙে পড়েন বৃদ্ধ। তাঁর স্ত্রী, ৮০ বছরের ওই বৃদ্ধা জানিয়েছেন, ২২ অক্টোবর হঠাৎ করেই তাঁর স্বামী ঘরের মধ্যে পড়ে যান। অচৈতন্য অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

    পুনে সাইবার শাখার সিনিয়র ইনসপেক্টর স্বপ্নিল সিন্ধে জানান, দিল্লি সিবিআইয়ের নাম করে লাগাতার ওই বৃদ্ধকে ফোন করা হয়। বলা হয়, তাঁরা বিদেশে বেআইনিভাবে টাকা পাচার করছেন। সেই কারণে তাঁদের ‘গৃহবন্দি’ বা ‘জেলবন্দি’ও করা হতে পারে। তারপর টানা তিনদিন ওই দম্পতিকে ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হয়। এই সময়েই তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট ও আধারের তথ্য নিয়ে পাঁচটি অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়। অ্যাকাউন্ট থেকে ১ কোটি ১৯ লক্ষ টাকা খোওয়া যাওয়ার পর দম্পতি বুঝতে পারেন, তাঁরা প্রতারিত হয়েছেন। জীবনের সব সঞ্চয় খুইয়ে স্বাভাবিকভাবেই মুষড়ে পড়েন বৃদ্ধ। সেই অবসাদেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই সাইবার শাখা।
  • Link to this news (বর্তমান)