মহারাষ্ট্রে প্রধানমন্ত্রী শস্য বিমার ক্ষতিপূরণ ৩ টাকা! ফেরত দিয়ে বিক্ষোভ কৃষকদের
বর্তমান | ৩১ অক্টোবর ২০২৫
মুম্বই: কৃষকদের অসন্তোষ আরও তীব্র হচ্ছে বিজেপি শাসিত মহারাষ্ট্রে। এরইমধ্যে কৃষিপ্রধান জেলা আকোলায় এবার ফসল নষ্টের জন্য ক্ষতিপূরণের নামে কার্যত প্রহসনের অভিযোগ। ফসল বিমায় ক্ষতিপূরণ মিলল মাত্র তিন টাকা থেকে ২১ টাকা! মোদি সরকারের প্রধানমন্ত্রী শস্য বিমা যোজনায় (পিএমএফবিওয়াই) এই ক্ষতিপূরণ মিলেছে বলে দাবি। দীপাবলির সময় এমন আজব ক্ষতিপূরণকে তাঁদেরকে ‘অপমান’ এবং ‘উপহাস’ বলে সরব হয়েছেন সেখানকার কৃষকরা। বৃহস্পতিবার জেলাশাসকের দপ্তর ঘেরাও করেন তাঁরা। পাশাপাশি চেক দিয়ে ফসল বিমা যোজনার ওই অর্থ ফেরতও দিয়েছেন তাঁরা।
গত সেপ্টেম্বরে ব্যাপক বৃষ্টি হয়েছে জেলার বিভিন্ন অংশে। যার জেরে মুগ ডাল, তুলা এবং সয়াবিন চাষের ব্যাপক ক্ষতি হয়। জমিতে জল জমে নষ্ট হয়ে যায় ফসল। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় দীপাবলির আগেই কৃষকরা ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন বলে গালভরা আশ্বাস দিয়েছিল মহারাষ্ট্রের বিজেপি সরকার। সেইমতো পিএমএফবিওয়াইতে আবেদনও করেন কৃষকরা। কিন্তু দীপাবলির আগে দেখা যায়, কারও ব্যাঙ্ক অ্যকাউন্টে ঢুকেছে মাত্র তিন টাকা। কেউ আবার পেয়েছেন ২১ টাকা ৮৫ পয়সা। এমন ক্ষতিপূরণ নিয়ে রীতিমতো ক্ষুব্ধ দিনোদা, কুতাসা ও কুবাসা গ্রামের কৃষকরা। ওই অর্থ দিয়ে তাঁদের সঙ্গে ‘রসিকতা’ করা হয়েছে বলে তোপ দেগেছেন। জেলাশাসকের দপ্তরে গিয়ে ক্ষতিপূরণের চেক ফেরত দিয়েছেন। পাশাপাশি এনিয়ে বৃহত্তর আন্দোলন শুরু করবেন বলে জানিয়ে দিয়েছেন। এক কৃষকদের কথায়, সেপ্টেম্বর মাসের বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু শস্য বিমার ওই অর্থ দিয়ে আমাদের অপমান করেছে সরকার। আমরা অর্থ ফেরত দিয়ে বড়সড় আন্দোলন শুরু করেছি। কংগ্রেস নেতা কপিল ধোকে বলেন, কৃষকদের অপমান করার অধিকার কারও নেই। নামমাত্র ক্ষতিপূরণ দিয়ে তাঁদের সঙ্গে রীতিমতো ‘রসিকতা’ করেছে সরকার। এদিকে কৃষকদের এমন আজব ক্ষতিপূরণ নিয়ে কোনও মন্তব্য করেনি জেলা প্রশাসন। তবে কৃষকদের অভিযোগ খতিয়ে দেখা হবে। পাশাপাশি তাঁরা ন্যায্য ক্ষতিপূরণ পাবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে।